আইপিএলেও দল পেলেন শামার জোসেফ
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
শামার জোসেফের ভাগ্য যেন স্বপ্নের মতো বদল হচ্ছে। এই কয়েকদিন আগেও যাকে কেউ চিনতো না, সেই জোসেফ এখন দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট পাড়া। একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের এ ক্রিকেটার। তারই ধারাবাহিকতায় এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে ডাক পেলেন জোসেফ।
অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারানোর স্বাদ দিয়ে হইচই ফেলে দেন জোসেফ। দারুণ পারফর্ম্যান্স করে জায়গা করে নেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে। এরপর দল পেয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এবার তাকে দলে ভিড়িয়েছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্ট।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে জোসেফের দল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আইপিএল কর্তৃপক্ষ। সেখানে তারা জানিয়েছে ইংলিশ পেসার মার্ক উডের বদলি হিসেবে শামারকে দলে অন্তর্ভুক্ত করেছে লখনৌ। তিন কোটি রুপিতে তাকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, আইপিএলের এবারের মৌসুমে শামারকে পেতে মুখিয়ে আছে চার-পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। এই তালিকায় আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।
শামারকে দলে নেওয়ার তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মূলত ইংলিশ পেসার টম কারানের বদলি হিসেবেই শামারের দিকে চোখ রেখেছিল দলটি। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান কারান। এই পেসারের জায়গা পূরণ করতেই শামারের দিকে হাত বাড়িয়েছিল দলটি।
দিল্লিও নেমেছিল শামারকে হাত করতে। তাদের হাতে এখনো যথেষ্ট পরিমাণ টাকা আছে। এছাড়াও দলে পেস বোলারদের ঘাটতি আছে। সেটা পূরণেই শামারকে নিতে চেয়েছে দিল্লি। দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার পেসারদের দিকে জোর দিয়েছে। স্টার্ককে দলে নেওয়ায় শক্তি বেড়েছে। তার জুটি হিসেবে শামারকে চাচ্ছিলো দলটি।
ঢাকা/বিজয়