ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ওয়েস্টহ্যামকে গোল বন্যায় ভাসালো আর্সেনাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২৪  
ওয়েস্টহ্যামকে গোল বন্যায় ভাসালো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ওয়েস্টহ্যামের বিপক্ষে গোল উৎসব করেছে আর্সেনাল। তাদেরই মাঠে জয় পেয়েছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবেই টিকে রইলো তারা।

২৪ ম্যাচ থেকে গার্নার্সদের সংগ্রহ ৫২ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর ২৩ ম্যাচ থেকে সমান ৫২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে দ্বিতীয় স্থানে।

এদিন ওয়েস্টহ্যামের বিপক্ষে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির পর করে আরও দুই গোল। ৩২ থেকে ৬৫ মিনিটের মধ্যে অর্থাৎ ৩৩ মিনিটে ৬টি গোল করে তারা।

আরো পড়ুন:

৩২ মিনিটে প্রথম গোলটি করেন উইলিয়াম সালিবা। ৪১ মিনিটে বুকায়ো সাকা পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৪৪ মিনিটে গ্যাব্রিয়েলের গোল ব্যবধান বেড়ে হয় ৩-০। আর ৪৫+২ মিনিটের মাথায় লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মাইকেল আর্তেতার শিষ্যরা।

বিরতির পর ৬৩ মিনিটে সাকা তার জোড়া গোল পূর্ণ করেন। আর ৬৫ মিনিটে ডেকলান রাইসের গোলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়