ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ইয়ামালের জোড়া গোলে বার্সেলোনার মান রক্ষা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৪
ইয়ামালের জোড়া গোলে বার্সেলোনার মান রক্ষা

চলতি মৌসুমে লা লিগার শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তাও টানা জয়ের বৃত্তে থাকতে পারছে না দলটি। এবার টানা দুই জয়ের পর আবারও পয়েন্ট খোয়ালো জাভি হার্নান্দেজের দল। লা লিগার ম্যাচে গ্রানাডার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে গেলবারের চ্যাম্পিয়নরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। ম্যাচে লামিন ইয়ামাল শুরুতে বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রিকর্ডো সানচেজ। এরপর ফাকুন্দো পেলিস্ত্রি গ্রানাডাকে এগিয়ে নেওয়ার পর ফের সমতা ফেরান রবার্ট লেভানডোভস্কি। শেষে ইগনাসি মিকেলের গোলের জবা দেন ইয়ামাল। 

এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর বার্সেলোনার গোলবারে ফেরেন প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। ম্যাচের চতুর্দশ মিনিটে ইয়ামালের গোলে প্রথম এগিয়ে যায় বার্সেলোনা। প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে জোয়াও কানসেলো ক্রসে ডান পায়ের ভলিতে জাল খুঁজে নেন ১৬ বছর বয়সী ফরোয়ার্ড।

আরো পড়ুন:

গ্রানাডা সমতায় ফেরায় ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে। ৪৩তম মিনিটে ডানদিকের বাইলাইনের কাছ থেকে সতীর্থের দারুণ পাসে বক্সে জোরালো হাফ ভলিতে গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার সানচেজ। সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে বক্সে ঢুকে বাইরে মেরে হতাশ করেন লেভানডোভস্কি। এরপর ৬০তম মিনিটে এগিয়ে যায় গ্রানাডা। বক্সে হেডে বল ক্লিয়ার করতে পারেননি বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবারসি। সতীর্থের পাস পেয়ে বাকি কাজটা সারেন পেলিস্ত্রি।

এরপর ৬৩তম মিনিটে দারুণ গোলে সমতা ফেরান লেভানডোভস্কি। ইলকাই গুনডোয়ানের পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। তবে পরক্ষণেই ব্যবধান ঘুচিয়ে দেয় গ্রানাডা। ৬৬তম মিনিটে বার্সেলোনাকে স্তব্ধ করে দেন মিকেল।

এরপর ৮০তম মিনিটে দলকে এক পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন ইয়ামাল। প্রতিপক্ষের একজনের থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ২২ গজ দূর থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এই ড্রয়ে ২৪ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ। ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে জিরোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ ৪৮ পয়েন্ট নিয়ে চারে আছে। ২৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে গ্রানাডা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়