ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ম্যাকগার্ক-আগারের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৪  
টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ম্যাকগার্ক-আগারের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। শেষ ম্যাচটি তাই কেবলই আনুষ্ঠানিকতা। এই ম্যাচে তাই সুযোগ দেওয়া হচ্ছে প্রতিভাবানদের। তৃতীয় ম্যাচের আগে জাতীয় দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান জ্যাক ফ্রাসের-ম্যাকগার্ক ও পেসার ওয়েস আগার।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের তৃতীয় টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এবং সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় মঙ্গলবার তাদের দুজনের অভিষেক হয়ে যেতে পারে জাতীয় দলে। সেক্ষেত্রে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারেন নির্বাচকরা।

জশ হ্যাজলউড নিউ জিল্যান্ড সফরের জন্য নিজেকে প্রস্তুত করতে বাড়ি ফিরে যাচ্ছেন। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিতে পারেন আগার। যিনি একেবারেই নতুন মুখ।

আরো পড়ুন:

অন্যদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছিল ম্যাকগার্কের। এবার তিনি টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায়।

দুই ওয়ানডেতে ৮ উইকেট পাওয়া জাভিয়ের বার্টলেট ইতোমধ্যে দলে আছেন। ওয়ানডের পরে এবার তার টি-টোয়েন্টি অভিষেকও হয়ে যেতে পারে। সেটি হলে হয়তো আগারের অভিষেক বিলম্বিত হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়