ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

শেষ মুহূর্তের দুই গোলে জিতলো চেলসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৪  
শেষ মুহূর্তের দুই গোলে জিতলো চেলসি

সোমবার দিবাগত রাতে (১২ ফেব্রুয়ারি) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতায় ছিল চেলসি। কিন্তু যোগ করা সময়ে বদলে গেল ম্যাচের ভাগ্য। ৯০+১ মিনিটের মাথায় কনোর গালাগহার ও ৯০+৪ মিনিটের সময় এনজো ফার্নান্দেজ গোল করে ম্যাচের ভাগ্য বদলে দিলেন। ১-১ এর সমতা ভেঙে চেলসি জিতে গেল ৩-১ ব্যবধানে।

প্রথমার্ধের ৩০ মিনিটে জেফারসন লারমার গোলে ঘরের মাঠে লিড নিয়েছিল প্যালেস। কিন্তু বিরতির পর তিন-তিনটি গোল করে পূর্ণ ৩ পয়েন্ট ছিনিয়ে নেয় ব্লুজরা। যোগ করা সময়ের আগে ৪৭ মিনিটে গালাগহার আরও একটি গোল করেছিলেন।

এই জয়ে ২৪ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দশম স্থানে অবস্থান নিয়েছে চেলসি। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ২০! অন্যদিকে ২৪ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে আছে ক্রিস্টাল প্যালেস। রেলিগেশন থেকে তারা মাত্র ৫ পয়েন্ট দূরে অবস্থান করছে।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়