ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শূন্যতে জীবন পেয়ে ৫০ বলে জ্যাকসের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
শূন্যতে জীবন পেয়ে ৫০ বলে জ্যাকসের সেঞ্চুরি

শহীদুল ইসলামের ওয়াইড ইয়র্কারকে আছড়ে ফেললেন লং অফ অঞ্চল দিয়ে। তাতে মাত্র ৫০ বলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্রিটিশ ব্যাটার উইল জ্যাকস পেয়ে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটি তার তৃতীয় শতক আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম।

ঢাকা-সিলেট-ঢাকার পর বন্দর নগরী চট্টগ্রামে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় বিপিএল। প্রথম দিনের প্রথম ম্যাচেই সাগরিরকার পাড়ে ছক্কা বৃষ্টিতে সেঞ্চুরি তুলে নেন জ্যাকস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শুধু জ্যাকসই নন, ঝড়ো ফিফটি তুলেছেন লিটন দাস-মঈন আলী। তাতে আগে ব্যাটিং করতে নেমে বিপিএলে যৌথভাবে সর্বোচ্চ ২৩৯ রান করে কুমিল্লা।

সেঞ্চুরিয়ান জ্যাকসের শুরুটা হয়েছিল সংগ্রামের সঙ্গে। শূন্যরানে পেয়েছেন জীবন। নিহাদুজ্জামানকে তৃতীয় ওভারে কাট করতে গিয়ে খোঁচা দিয়ে বসেন, কিন্তু উইকেটের পেছনে থাকা টম ব্রুস গ্লাভসবন্দি করতে পারেননি। জীবন পেয়েও থিতু হতে পারছিলেন না, ৯ বলে করেন ২ রান। অন্যপ্রান্তে লিটন তখন বিস্ফোরক ব্যাটিং করে যাচ্ছিলেন, সঙ্গ দিচ্ছিলেন লিটন।

আরো পড়ুন:

পঞ্চম ওভারে এসে ছক্কা হাঁকিয়ে খোলস ছেড়ে বেরোনো শুরু করেন জ্যাকস। ধীরে ধীরে নিজের স্বাভাবিক খেলা শুরু করেন। তবে সময় বেশি নেননি। সৈকত আলীকে ছক্কায় ৩১ বলে ফিফটির দেখা পান। ফিফটির পর যেন ভয়ংকর হয়ে ওঠেন এই ব্যাটার। ছক্কা-চারের বৃষ্টিতে পরের ৫০ রান করতে লাগে মাত্র ১৯ বল!

সেঞ্চুরির ইনিংসটি সাজানো ছিল ১০টি ছয় আর ৪টি চারের মারে। সব মিলিয়ে জ্যাকস ৫৩ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন।

২০২২ সালে জ্যাকস প্রথম বিপিএল খেলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। আনকোরা-লিকলিকে জ্যাকস সেবার সবার নজরে আসেন পাওয়ার হিটিংয়ের জন্য। 

চট্টগ্রামের হয়ে বিপিএল খেলে বিশ্বব্যাপী পরিচিত পান জ্যাকস। নিজেকে আরও পরিণত করে বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে ছিলেন হট কেক হিসেবে। জায়গা পান ইংল্যান্ড দলেও। গতবার বিপিএলে আসেননি। এবার খেলছিলেন এসএ-টোয়েন্টিতে। সেটি শেষ হতেই এবার তাকে উড়িয়ে আনে কুমিল্লা।

সব মিলিয়ে বিপিএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন জ্যাকস। ৪৬.০৮ গড়ে রান করেছেন ৫৫২। সর্বোচ্চ রান আসে আজ। স্ট্রাইক রেট দেড়শর উপরে, ১৫৭.১০!

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়