ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

এবার আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়ে শামারের নতুন ইতিহাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
এবার আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়ে শামারের নতুন ইতিহাস

অভিষেক টেস্টে বল হাতে ঝলক দেখালেন শামার যোসেফ। সেই ঝলকে বদলে গেলেন তিনি। বদলে গেল তার ক্রিকেটীয় জীবনের গতিপথ। তার দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জিতে উইন্ডিজ। আর জানুয়ারি মাসে দুই টেস্টে দুর্দান্ত বোলিং করে আইসিসির মাসসেরা খেলোয়াড়ও হলেন তিনি। এর মধ্য দিয়ে গড়লেন নতুন ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে আইসিসি জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় হিসেবে তার নাম প্রকাশ করে। এ যাত্রায় তিনি পেছনে ফেলেন শামারদের বিপক্ষের সিরিজে ১১.৬৩ গড়ে ১৯টি উইকেট নেওয়া জশ হ্যাজলউড ও ভারতের বিপক্ষে ১৯৬ রান করা অলি পোপকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সিরিজেই পাদপ্রদ্বীপের আলো কেড়ে নেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার শামার। অ্যাডিলেড টেস্টে অভিষেকেই ফাইফার তুলে নেন। এরপর মেলবোর্ন টেস্টে গতির ঝড় তুলে অস্ট্রেলিয়াকে এলেমেলো করে দেন। এক ইনিংসে ৭ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর উইন্ডিজকে টেস্ট জয়ের স্বাদ দেন। সিরিজে বল হাতে নেন ১৩ উইকেট। ব্যাট হাতে করেন মোট ৫৭ রান।

আরো পড়ুন:

ক্রমস আলোহীন হয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের রূপকথার রাজকুমার হয়ে ধরা দেওয়া শামার এবার আইসিসির মাসসেরা খেলোয়াড়ও হলেন।

তার সঙ্গে এই তালিকায় ছিলেন ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ১৯৬ রানের অসাধারণ ইনিংস খেলে ইংল্যান্ডকে জেতানো অলি পোপ। ছিলেন অস্ট্রেলিয়ার হ্যাজলউডও। যিনি জানুয়ারি মাসে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ১১.৬৩ গড়ে উইকেট নিয়েছিলেন ১৯টি!

হ্যাজলউড মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের দুই ইনিংসে নেন পাঁচ উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে ফাইফারসহ নেন ৯ উইকেট। আর হেরে যাওয়া দ্বিতীয় টেস্টে নেন ৫ উইকেট।

তবে শামারের ঝলকে আড়ালে পড়ে যান তিনি। এবার তাদের আড়াল করে আইসিসির মাসসেরাও হলেন ক্যারিবিয়ান তরুণ তুর্কি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়