ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

আবাহনীকে হারিয়ে মৌসুমের প্রথম ডার্বি জিতলো মোহামেডান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২১:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আবাহনীকে হারিয়ে মৌসুমের প্রথম ডার্বি জিতলো মোহামেডান

ফেডারেশন কাপের গ্রুপপর্বের ম্যাচে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আবাহনী ও মোহামেডান। এই ম্যাচে আবাহনীকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ঢাকা ডার্বি জিতে নেয় সাদা-কালো জার্সিধারীরা। পাশাপাশি ‘বি’ গ্রুপের তিন ম্যাচের তিনটিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যায় মতিঝিলের ক্লাবটি।

এদিন শুরুতেই পিছিয়ে পড়ে মোহামেডান। ৩৯ মিনিটের মাথায় কোমেলিয়াসের গোলে লিড নেয় আবাহনী। তাতে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর অবশ্য নাইজেরিয়ান ফরোয়ার্ড ইম্যানুয়েল সানডের জোড়া গোলে দারুণভাবে ম্যাচে ফেরে মোহামেডান। ৫১ মিনিটে গোল করে সমতা ফেরান তিনি। আর ৫৫ মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত ২-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে আলফাজের শিষ্যরা।

আরো পড়ুন:

এই জয়ে গ্রুপসেরা হওয়ায় কোয়ার্টার ফাইনালের লাইন-আপে সুবিধা পাবে মোহামেডান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়