ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

‘ভুয়া’ ডাক থেকে ছক্কা বৃষ্টিতে সাকিবের দ্রুততম ফিফটি  

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
‘ভুয়া’ ডাক থেকে ছক্কা বৃষ্টিতে সাকিবের দ্রুততম ফিফটি  

ছবি: রংপুর রাইডার্স

দ্বিতীয় ওভারে রনি তালুকদার ফিরতেই ব্যাটিংয়ে আসার জন্য হাঁটা ধরেন সাকিব আল হাসান। মুহুর্তেই জহুর আহমেদের গ্যালারি ‘ভুয়া-ভুয়া’ ডাকে গর্জে ওঠে। সাকিব চুপ করাতে বেশি সময় নিলেন না, ছক্কা বৃষ্টিতে রেকর্ড গড়লেন দ্রুততম ফিফটির।

৪টি চার ও ৫টি ছয়ের মারে মাত্র ২০ বলে ফিফটি করেন সাকিব। খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে সাকিবের ঝড়ে ১০ ওভার না পেরোতেই শতরান করে ফেলে রংপুর রাইডার্স।

চলমান বিপিএলে সাকিবের ফিফটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম। ২১ বলে করেন এভিন লুইস। ২৩ বলে আছে মাহমুদউল্লাহ রিয়াদের।

আরো পড়ুন:

বিপিএলের ইতিহাসে সাকিবের এই ফিফটি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। ১৯ বলে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড রয়েছে রনি তালুকদারের।

সাকিব শেষ পর্যন্ত ৩১ বলে ৬৯ রান করেন। হাঁকিয়েছেন সমান ৬টি করে চার-ছয়। অথচ বিপিএলের শুরু থেকে সাকিব চোখের সমস্যায় সংগ্রাম করছিলেন। তিন ম্যাচ ব্যাটিংয়ে নেমে দুইয়ের বেশি করতে পারেননি। দুই ম্যাচ ব্যাটিংয়ে নামেননি।

মাঝে ফেরার জন্য সব ধরনের চেষ্টা করে যান। গুরু সালাউদ্দিনের সঙ্গে কাজ করেন, ছুটির দিনেও ব্যস্ত ছিলেন ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত যেন নিজের সঙ্গে লড়াইয়ে জয়ী হলেন তিনি। তবে এই ফর্ম ধরে রাখতে পারেন কী না এটাই দেখার।

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়