ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

সাকিব-মাহেদী ঝড়ে দুই শতাধিক রানের পুঁজি পেলো রংপুর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
সাকিব-মাহেদী ঝড়ে দুই শতাধিক রানের পুঁজি পেলো রংপুর

সাকিব আল হাসান ও মাহেদী হাসানের ঝড়ো ব্যাটিং এবং নুরুল হাসান সোহানের ক্যামিও ইনিংসে খুলনা টাইগার্সের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে তারা তুলেছে ২১৯ রান। জিততে ২২০ রান করতে হবে খুলনাকে।

এদিন ব্যাট করতে নেমে ২৪ রানেই ২ উইকেট হারায় রংপুর রাইডার্স। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন সাকিব আল হাসান ও মাহেদী হাসান। তৃতীয় উইকেট জুটিতে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ১০৯ রান। তাও মাত্র ৪৮ বলে।

এ সময় সাকিব এবারের আসরের দ্রুততম ফিফটি তুলে নেন। তিনি মাত্র ২০ বলে ৪টি চার ও ৫ ছক্কায় করেন ফিফটি। এরপর ৩১ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৬৯ রান করে আউট হন।

আরো পড়ুন:

অন্যদিকে মাহেদী ৩৬ বলে ৬টি চার ও ৪ ছক্কায় করেন ৬০ রান। শেষ দিকে সোহান ১৩ বলে ৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৩২ ও ডোয়াইন প্রিটোরিয়াস ১ চার ও ১ ছক্কায় অপরাজিত ১৭ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১৯ পর্যন্ত নিয়ে যান।

বল হাতে খুলনার লুক উড ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকটে নেন। ১টি করে উইকেট নেন নাহিদ রানা ও নাসুম আহমদ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়