ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ভাঙা আঙুল নিয়ে তাহিরের ফাইফার 

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২৩:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
ভাঙা আঙুল নিয়ে তাহিরের ফাইফার 

চট্টগ্রামের উইকেট যেন রান উৎসবের। দিনের প্রথম ম্যাচে হয়েছে যৌথভাবে সর্বোচ্চ (২৩৯)। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ২১৯ রান করে। এই উইকেটের মায়াবী ঘূর্ণির জাদুতে টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিয়েছেন ফাইফার। 

তাহিরের ঘূর্ণিতে খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুর ৭৮ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে। তাহির ২৬ রানে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই লেগ স্পিনার জানান তিনি ভাঙা আঙুল নিয়ে বোলিং করেছেন খেলাকে ভালোবাসেন বলে। 

৪৪ বছর বয়সেও খেলে যাচ্ছেন, কোথায় থামতে চান? এই প্রশ্নের উত্তরে তাহির বলেন, ভাঙা আঙুল নিয়ে খেলেছি। খেলার প্রতি আমার সম্মান রয়েছে। আমার কাছে বয়স কোনো বাধা নয়। আমি ৩২ বছর বয়সে (আন্তর্জাতিক) খেলা শুরু করি। খেলাকে আমি এখনো উপভোগ করি। 

আরো পড়ুন:

রংপুরের হয়ে তাহির আজ শেষ ম্যাচ খেলে ফেলেছেন। তবে এই মৌসুমে আবারও আসতে পারেন বলে জানিয়েছেন। ২০১৯ সালে বিপিএলে এসেও খেলার সুযোগ পাননি। এবার প্রথম সুযোগেই বাজিমাত। 

চট্টগ্রাম/রিয়াদ/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়