ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপেই ওয়ার্নার অধ্যায়ের ইতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপেই ওয়ার্নার অধ্যায়ের ইতি

অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও ওয়ানডেতে খেলছেন না ডেভিড ওয়ার্নার। দুই ফরম্যাট থেকেই অবসরে গিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এখন শুধু টি-টোয়েন্টিতেই খেলছেন। এই ফরম্যাট থেকেও বিদায়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। জানিয়েছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর দিয়েই বিশ ওভারের ক্যারিয়ারের ইতি টানবেন।  

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরেছে অস্ট্রেলিয়া। এ ম্যাচে ৮১ রানের ইনিংস খেলেন টেস্ট ও ওয়ানডে ছেড়ে দেওয়া ওয়ার্নার। ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার জয়ের এই সিরিজে সেরা খেলোয়াড়ও হন তিনি। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ওয়ার্নারের কাছে জানতে চেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি অবসর নেবেন কি না? উত্তরে বাঁহাতি ওপেনার বলেছেন, ‘হ্যাঁ, আমার ওখানেই শেষ। এখন তরুণদের মেলে ধরার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।’

আরো পড়ুন:

গিলক্রিস্ট আরেকটু নিশ্চিত হতে ওয়ার্নারকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন, ‘তাহলে আমরা কি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার জার্সিতে শেষবারের মতো ডেভিড ওয়ার্নারকে দেখে ফেললাম?’ ওয়ার্নারের উত্তর ছিলো, ‘হ্যাঁ, অবশ্যই।’

এর আগে চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাক তুলে রাখেন ওয়ার্নার। তখন ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে এটাও জানিয়ে রেখেছিলেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার ‘প্রয়োজন হলে তাকে পাওয়া যাবে।’

ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে নিউ জিল্যান্ডের উদ্দেশে উড়াল দিবে অস্ট্রেলিয়া। প্রতিবেশীদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এরপর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবেন ওয়ার্নার।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়