টস জিতে ব্যাটিংয়ে খুলনা
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
বিপিএলের ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
৮ ম্যাচের ৬টি জিতে পয়েন্ট টেবিলে কুমিল্লা আছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ৮ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে খুলনা আছে পঞ্চম স্থানে। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বিজয়দের জন্য।
কিন্তু খুলনা সবশেষ চার ম্যাচের একটিতেও জিতেনি। টানা চার ম্যাচের হারে কিছুটা ছন্দহীন তারা। অন্যদিকে কুমিল্লা সবশেষ চার ম্যাচের একটিতেও হারেনি। দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে দারুণ ছন্দে আছে দলটি। সবচেয়ে ভালো বিষয় হলো লিটন দাস ফর্মে ফিরেছেন।
প্রথম দেখায় ১৪৯ রান করে ৩৪ রানে জিতেছিল কুমিল্লা। রান তাড়া করতে নেমে খুলনা অলআউট হয়েছিল ১১৫ রানে। আজ তারা প্রতিশোধ নিতে পারে কিনা দেখার বিষয়।
ঢাকা/আমিনুল