রোহিতের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত
রোহিত শর্মা আর টি-টোয়েন্টি খেলবেন না বলে গুঞ্জন উঠেছিল। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। এবার সব জল্পনার অবসান ঘটালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন, রোহিত শর্মার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এক বছরের বেশি সময় ভারতের টি-টোয়েন্টি দলে দেখা যায়নি রোহিতকে। তার অনুপস্থিতিতে এই সময়ে ভিন্ন ভিন্ন সিরিজে দলকে নেতৃত্ব দেন পান্ডিয়া, লোকেশ রাহুল, জাসপ্রিত বুমরাহ ও সূর্যকুমার যাদব। তবে গেল মাসে আফগানিস্তানের বিপক্ষে রোহিতই অধিনায়ক ছিলেন।
রোহিত অধিনায়ক হয়ে ফেরায় তাকেই বিশ্বকাপে দেখতে চান জানিয়ে জয় শাহ বলেন, ‘এক বছর পর ফিরে সম্প্রতি আফগানিস্তান সিরিজে তার নেতৃত্ব দেওয়ার অর্থ হলো, সে অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবে। রোহিত সব সংস্করণের অধিনায়ক। এটি সম্মিলিত সিদ্ধান্ত এবং নির্বাচকরা এই বিষয়ে পুরোপুরি একমত। হার্দিক থাকবে সহ-অধিনায়ক।’
রোহিতকে শুধু অধিনায়ক হিসেবেই দেখছেন না জয় শাহ। এই ওপেনারের হাতে শিরোপাও দেখেছেন ভারতীয় ক্রিকেটের এই কর্তা। রোহিতের নেতৃত্বে ভারত যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আসরে শিরোপা জিতবে জানিয়ে জয় শাহ বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, ৩০ জুন বার্বাডোজে রোহিত শার্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।’
ঢাকা/বিজয়