জয় দিয়ে শেষটা রাঙাতে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নতুন দল দুর্দান্ত ঢাকার আর পাবার কিছু নেই। পরাজয়ের বৃত্তে বন্দি থেকে ঢাকা পর্বেই আসর থেকে বিদায় নিয়েছে দলটি। বাকি কেবল আনুষ্ঠানিকতা। জয় দিয়ে শেষটা রাঙানোর উদ্দেশে আজ মাঠে নেমেছে তারা।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ।
এবারের বিপিএলে বাজে অবস্থায় রয়েছে ঢাকা। জয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ছন্দ হারিয়েছে রাজধানীর দলটি। টানা ৯ হারের তেঁতো স্বাদ নিয়ে আসর থেকে ছিটকে গেছে তারা। ১০ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানীতে রয়েছে নবাগরা। আজ তাই জয় দিয়ে ছন্দে ফিরতে চায় তারা।
অন্যদিকে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছিল খুলনা। প্রথম চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছিল এনামুল হক বিজয়ের দল। তবে এরপর টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে খুলনা। আজ জিতে জয়ের ধারায় ফিরতে চায় তারাও।
দুর্দান্ত ঢাকা একাদশ: মোহাম্মদ নাইম শেখ, অ্যালেক্স রস, সাইফ হাসান, শন উইলিয়ামস, মোসাদ্দেক হোসেন, ইরফান শুক্কুর, চতুরঙ্গ ডি সিলভা, অ্যাডাম ম্যাথু রসিংটন (উইকেটকিপার), আলাউদ্দিন বাবু, তাসকিন আহমেদ (অধিনায়ক) ও শরিফুল ইসলাম।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (উইকেটকিপার ও অধিনায়ক), শাই হোপ, এভিন লুইস, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ওয়েইন পারনেল, আরিফ আহমেদ, মুকিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, ওশানে থমাস।
ঢাকা/বিজয়