ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

রবি’র শর্তে আটকে গেলেন কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১৬ ফেব্রুয়ারি ২০২৪  
রবি’র শর্তে আটকে গেলেন কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটাররা

তিন মাস স্পন্সরহীন থাকার পর অবশেষে রবি’র দেখা পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয়বারের মতো সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।

২০১৮ সালে যে কারণে চুক্তি শেষ হওয়ার আগেই স্পন্সরশিপ থেকে সরে গিয়েছিল রবি, এবার সে জায়গাটিতেই শর্ত জুড়ে দিয়ে এসেছে তারা। অর্থাৎ আগামী সাড়ে তিন বছরে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনো খেলোয়াড় অন্য কোনো টেলিকম কোম্পানির সঙ্গে ব্যক্তিগত চুক্তি করতে পারবে না। অর্থাৎ সাকিব-মুশফিক-রিয়াদ-মিরাজরা রবি ছাড়া আর কোনো টেলিকম সেবা প্রদানকারী কোম্পানির সঙ্গে এন্ডোর্সমেন্টে চুক্তিবদ্ধ হতে পারবেন না। এমনকি সেসব কোম্পানির কোনো প্রচার-প্রচারণায়ও অংশ নিতে পারবে না।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চুক্তি স্বাক্ষর শেষে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘চুক্তিতে এই বিষয়গুলো উল্লেখ ছিল এবং সেই বিষয়গুলো মেনেই আমরা চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি এই বিষয়টি নিয়ে আমাদের সমস্যা হবে না। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড় অন্য যেকোনো স্পন্সরশিপ নিতে পারবে। কিন্তু কোনো টেলিকম কোম্পানির স্পন্সরশিপ নিতে পারবে না।’

তাহলে যারা ইতোমধ্যে টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে কি হবে? এই প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী বলেন, ‘যারা বর্তমানে চুক্তিবদ্ধ আছে তারা তাদের চুক্তি অনুযায়ী চালিয়ে যেতে পারবে। তবে চুক্তি শেষ হওয়ার পর নতুন করে আর কোনো টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে না। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনো খেলোয়াড় আজ থেকে আর কোনো টেলিকম কোম্পানির সঙ্গে এন্ডোর্সমেন্টে যেতে পারবে না।’

গেল ১২ ফেব্রুয়ারি বোর্ড সভা শেষে কেন্দ্রীয় চুক্তিভূক্ত হওয়া ২১ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে বিসিবি। সেই তালিকায় থাকা ক্রিকেটাররা হলেন-

তিন ফরম্যাটেই— সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডেতে— মুশফিকুর রহিম।

শুধু টেস্টে— মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে— তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

শুধু ওয়ানডেতে— মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

শুধু টি-টোয়েন্টিতে— নাসুম আহমেদ, শেখ মেহেদী ও কাজী নুরুল হাসান সোহান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়