ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

চোট কাটিয়ে মাঠে ফিরছেন সালাহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
চোট কাটিয়ে মাঠে ফিরছেন সালাহ

আফ্রিকান নেশন্স কাপের ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। অবশেষে চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। সব ঠিক থাকলে লিভারপুলের পরের ম্যাচেই মাঠে দেখা যাবে তাকে।

আজ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। এই ম্যাচ দিয়েই সালাহ মাঠে ফিরবেন বলে জানিয়েছেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। গতকাল সংবাদ সম্মেলনে ক্লপ জানান, সালাহ পুরোদমে অনুশীলনে ফিরেছেন এবং ম্যাচটি খেলার জন্য তিনি পুরোপুরি ফিট। 

এদিকে লিগে গত শনিবার বার্নলির বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। হাঁটুর পুরোনো চোটে আবার জেগে উঠেছে বলে জানিয়েছেন ক্লপ। তবে এই ইংলিশ ডিফেন্ডারের ফেরা নিয়ে তাড়াহুড়ো করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন লিভারপুল বস।

আরো পড়ুন:

উল্লেখ্য, গত মাসের মাঝামাঝি আফ্রিকান কাপ অব নেশন্সের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে মিশরের ২-২ ড্র ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান দলটির অধিনায়ক সালাহ। এই ধাক্কা সামলে উঠতে পারেনি তার দলও। মিশর বিদায় নেয় টুর্নামেন্টের শেষ ষোলো থেকে। 

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১৪ গোল করে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়