ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

প্লে-অফের টিকিট পেতে সিলেটের সামনে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
প্লে-অফের টিকিট পেতে সিলেটের সামনে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্লে-অফের লড়াইয়ে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিশ্চিত হয়ে আছে। বাকি দুই দল কারা? চলছে ত্রিমুখী লড়াই। ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে যে কোনো দুই দল সেরা চারে যাওয়ার সুযোগ পাবে।

দুর্দান্ত ঢাকা এরই মধ্যে বিদায় নিয়েছে।সিলেট স্ট্রাইকার্সের সুযোগ থাকলেও অনেক যদি কিন্তুর ওপর তাদের ভাগ্য নির্ভর করছে। তিন দলেরই জয় পাঁচটি করে। এই মুহূর্তে প্রতিটি জয়, প্রতিটি পরাজয় পাল্টে দেবে টেবিলের সমীকরণ।

প্লে-অফের টিকিট নিশ্চিতে শনিবার দুপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। দুপুর দেড়টায় দুই দলের লড়াই শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আরো পড়ুন:

এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে দুই দল একবার মুখোমুখি হয়েছিল। সিলেটে অনুষ্ঠিত সেই ম্যাচে বরিশাল ৪৯ রানে হারিয়েছিল সিলেটকে। আজ সিলেট প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই দেখার।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, আহমেদ শেহজাদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, কেশভ মহরাজ, কাইল মায়ার্স, সৈয়দ খালেদ আহমেদ, ওবেদ ম্যাকয় ও সাইফ উদ্দিন।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, অ্যাঞ্জেলো পেরেরা, রায়ান বার্ল, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম। 

ঢাকা/ইয়াসিন/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়