ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

ভারতের হাতে রাজকোট টেস্টের নাটাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২১:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
ভারতের হাতে রাজকোট টেস্টের নাটাই

বেন ডাকেটের সেঞ্চুরিতে দ্বিতীয়দিনে উভয় দল সমান-সমান পারফরম্যান্স করলেও তৃতীয় দিনে এগিয়ে গেছে ভারত। তৃতীয় দিনে ইংল্যান্ডকে তারা অলআউট করেছে ৩১৯ রানে। ১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি ও শুভমান গিলের হাফ সেঞ্চুরিতে ভর করে ২ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। তাতে লিড হয়েছে ৩২২ রানের।

জয়সওয়াল ৯ চার ও ৫ ছক্কায় ১০৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন। গিল ৬ চার ও ২ ছক্কায় ৬৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে কুলদীপ জাদব আছেন ৩ রানে। তারা দুজন আগামীকাল রোববার চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন।

রোহিত শর্মা ১৯ ও রজত পতিদার শূন্যরানে আউট হয়েছেন। রোহিতকে জো রুট ও পতিদারকে আউট করেছেন টম হার্টলি।

আরো পড়ুন:

তার আগে ২ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে দ্বিতীয়দিন শেষ করে ইংল্যান্ড। আজ বাকি ৮ উইকেট হারিয়ে তারা দলীয় সংগ্রহে আর ১১২ রান যোগ করতে পারে। আগের দিন ১৩৩ রানে অপরাজিত থাকা বেন ডাকেট ২৩টি চার ও ২ ছক্কায় ১৫৩ রানে আউট হন। আর ৯ রানে অপরাজিত থাকা জো রুট আউট হন ১৮ রানে। এরপর বেন স্টোকস সর্বোচ্চ ৪১ রান করেন আজ। বাকিরা ছিলেন আসা-যাওয়া মিছিলে। তাতে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ ৩১৯ রানের বেশি হয়নি।

বল হাতে ভারতের মোহাম্মদ সিরাজ ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়