ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সাগরিকার পাড়ে সেই ক্ষত জাগালেন ‘হারিকেন মায়ার্স’

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
সাগরিকার পাড়ে সেই ক্ষত জাগালেন ‘হারিকেন মায়ার্স’

সংবাদ সম্মলেনে কক্ষে ঢুকে মশা তাড়ানোতে ব্যস্ত ছিলেন। অন্য কোনো বিদেশি হলে নিশ্চিত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম প্রসঙ্গে বিরূপ ভাবনা তৈরি হতো। কিন্তু কাইল মায়ার্স বলে কথা। এই সাগরিকার পাড়েই তো মহাক্যবিক ডাবল সেঞ্চুরিতে বিশ্বকে জানান দিয়েছিলেন তিনি ২২ গজের ‘হারিকেন মায়ার্স।’

তিন বছর আগে এই ফেব্রুয়ারিতে চট্টগ্রামে সাদাপোশাকে অভিষেকের দিন ২১০ রানের ইনিংস খেলে মুমিনুল হকদের কাঁদিয়েছিলেন মায়ার্স। তিন বছর পর এই বন্দরনগরীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক হলো এই বাঁহাতি অলরাউন্ডারের। এ দিন পুরোনো ক্ষত যেন জাগিয়ে তুললেন এই ক্যারিবিয়ান।

মায়ার্স ব্যাট হাতে ক্রিজে আসতেই সেই ক্ষত নিয়ে আলোচনা আরও জোরালো হয়। জার্সির পেছনে লেখা ২১০! উইন্ডিজের হয়ে ৭১ নাম্বারে খেললেও ফরচুন বরিশালের হয়ে ২১০ কেন? বুঝতে সময় বেশি লাগার কথা নয়, সেই মহাকাব্যিক ইনিংসের জন্য মায়ার্সকে সম্মান জানিয়েছে বরিশাল টিম ম্যানেজমেন্ট। এই নিয়েও দারুণ খুশি মায়ার্স।

‘আমি জার্সি দেখার পর দেখলাম যে নম্বর দেওয়া হয়েছে ২১০। দেখে খুব ভালো লেগেছে। আমি চিন্তা করে দেখলাম, এটা তো আমিও করতে পারতাম। খুব ভালো লেগেছে। দলের যে-ই এটা নিয়ে ভেবেছে, সে আমাকে সম্মানিত করেছে। ওই সফরটা (২০২১ সাল) আসলেই অনেক অসাধারণ ছিল।’

মায়ার্সের অলরাউন্ডিং পারফরম্যান্সে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দাপুটে জয় পায় বরিশাল। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল বরিশালের জন্য। মায়ার্স সেটা পুষিয়ে দিয়েছেন দুহাত ভরে। দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা মায়ার্সকে চট্টগ্রাম নিয়ে প্রশ্ন করতেই খুশিত গদগদ হয়ে ওঠেন।

‘বিপিএলের জন্য এখানে আসতে পেরে আমি অনেক আনন্দিত ছিলাম। কিছু কারণ রয়েছে এর মধ্যে অন্যতম খেলার সুযোগ পাওয়া। আমি শেষ দুই মাস বিভিন্ন জায়গায় ছিলাম কিন্তু নিয়মিত খেলতে পারিনি। ছয় সপ্তাহে আমি মাত্র দুটি ম্যাচ খেলেছি। আমি অনেক খুশি আমার দক্ষতা দেখাতে পেরে।’

ব্যাট হাতে তিনে নেমে মাত্র ৩১ বলে ৪৮ রান করেন মায়ার্স। চার-ছক্কা সমান তিনটি করে। বল হাতে প্রথম ওভারের দ্বিতীয় বলে হ্যারি টেক্টর ও পঞ্চম বলে নাজমুল হোসেন শান্তকে সাজঘরে ফিরিয়ে শুরুতে সিলেটের মেরুদণ্ড ভেঙে দেন। শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকে হয়েছিলেন ম্যাচসেরা, এবার বিপিএল অভিষেকেও তাই!

এই চট্টগ্রাম যেন মায়ার্সের পোয়াবারো, ‘যখন আমি অনুশীলনে আমার ভিন্ন কিছু মনে হয়েছে। এখানে আমার অনেক ভালো কিছু স্মৃতি রয়েছে। আমার কাছে মনে হয়েছে নেটে আমার সেরা একটি সেশন ছিল। এর আগে যখন অনুশীলন করি আমার কাছে সঠিক মনে হয়নি। কিন্তু গতকাল সবকিছুই দারুণ হয়েছে, এটা আমাকে সাহায্য করেছে।’

বিপিএলে বরিশালের শুরুটা ভালো ছিল না। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দলও খুঁজে পায় জয়ের টনিক। টানা তিন জয় বলছে সেই কথাই। আজকে প্রথম খেলা মায়ার্সও মনে করেন সামনে ভালো কিছু অপেক্ষা করছে। 

‘আমি এখানে এসেছি দুইদিন হলো মাত্র। আমাদের শুরুটা খারাপ ছিল এটা নিয়ে মিটিং হয়েছিল। আমি মনে করি এখন দলে কিছু ভালো ক্রিকেটার আছে এবং তারা পারফর্ম করছে। আমাদের কিছু ভালো নেতা রয়েছে আমি মনে করি যেটা আমাদের সাহায্য করছে।’

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়