ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রোনালদোর নৈপুণ্যে আল নাসরের পাঁচে ‘পাঁচ’ 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
রোনালদোর নৈপুণ্যে আল নাসরের পাঁচে ‘পাঁচ’ 

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক ম্যাচে গোল করে চলছেন পর্তুগিজ তারকা। সেই সঙ্গে জয় পেয়েই চলছে তার ক্লাব আল নাসর। এবার সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে আল ফাতেহকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ম্যাচের প্রথমেই রোনালদো দলকে এগিয়ে নেন। এরপর ২৯তম মিনিটে সমতা ফেরান প্রতিপক্ষের সালেম আল নাজদি। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে ওতাভিওর গোলে ফের এগিয়ে যাওয়া স্বাগতিকরা মাঠ ছাড়ে তিন পয়েন্ট নিয়ে।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই চেনা ছন্দে খেলতে থাকে আল নাসর। তাতে ম্যাচের একাদশ মিনিটের মাথায় সুলতান আল ঘান্নামের ক্রসে কাছের পোস্ট নিয়ে দিয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন রোনালদো। খুব কাছে থাকলেও গোলরক্ষক বলের নাগাল পাননি।

আরো পড়ুন:

ম্যাচে অবশ্য সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি আল ফাতেহ। ২৯তম মিনিটে গোলের দেখা পেয়ে যায় তারা। তাতে সমতা নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল। 

বিরতির পর নেমে এগিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর ও আল ফাতেহ। তবে আক্রমণ করেও মোক্ষম সু্যোগ পাচ্ছিলো না কেউ। ম্যাচ যখন সমতার দিকে গড়াচ্ছে, ঠিক তখনই ওতাভিও দুর্দান্ত এক গোল করে স্বাগতিকদের তিন পয়েন্ট এনে দেন।

লিগে আল নাসরের এটি টানা পঞ্চম জয়। ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়