ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

২৭ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন জয়সওয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
২৭ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন জয়সওয়াল

যুব বিশ্বকাপ থেকেই যশস্বী জয়সওয়ালকে ধরা হতো ভারতের ভবিষ্যৎ। জাতীয় দলে এসে প্রতি ম্যাচেই নিজেকে প্রমাণ করছেন এই তরুণ। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে ছুটিয়েছেন রানের ফোয়ারা। এবার রাজকোটে ডাবল সেঞ্চুরি করার মধ্যে দিয়ে ভাগ বসালেন ২৭ বছরের পুরনো রেকর্ডে।

ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টের চতুর্থ দিনে ২১৪ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন জয়সওয়াল। জয়সওয়ালের ২৩৬ বলের ইনিংসে ছিল ১৪ বাউন্ডারির পাশাপাশি ১২টি ছক্কা। তাতেই হয়েছে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড। ভাগ বসিয়েছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের রেকর্ডে।

টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এতোদিন ছিল শুধু ওয়াসিম আকরামের। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৭ রানের ইনিংসের পথে ১২টি ছক্কা মেরেছিলেন আট নম্বরে নামা ওয়াসিম। প্রায় ২৭ বছর পর তার সেই রেকর্ডের ভাগিদার হলেন জয়সওয়াল। 

আরো পড়ুন:

টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার দিক দিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল, ব্রেন্ডন ম্যাককালাম, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন, ইংল্যান্ডের বেন স্টোকস ও শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। তারা সবাই এক ইনিংসে মেরেছেন ১১টি করে ছক্কা। 

এমন রেকর্ডের দিনে চারদিনেই শেষ হয়ে গেছে রাজকোট টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। ভারতের ৪ উইকেটে ৪৩০ রানে ইনিংস ঘোষণার পর ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৫৫৭ রান। সে লক্ষ্যে ছুটতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে বেন স্টোকসের দল।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়