ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

শরিফুল-নাঈমের ‘অসমাপ্ত’ মিশন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২১:১২, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
শরিফুল-নাঈমের ‘অসমাপ্ত’ মিশন

‘আমার দলের সবচেয়ে বড় শক্তি যে বাংলাদেশের সেরা দুটি ফাস্ট বোলার আমার দলে আছে। বাংলাদেশের পেস ব্যাটারির মূল দুই বোলার। ওদের কাছে আমার প্রত্যাশা থাকবে, নতুন বলে উইকেট তুলে নেবে। চাপে ফেলবে প্রতিপক্ষকে। আমাদের সৌভাগ্য যে, আমরা ওই দুজনকে ধরে রাখতে পেরেছি।’ – ঠিক বিপিএল শুরুর আগে দুর্দান্ত ঢাকার প্রথম দিনের অনুশীলন শেষে কথা গুলো বলছিলেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। 

খালেদ মাহমুদের প্রত্যাশা শরিফুল ইসলাম পূরণ করতে পেরেছেন। পারেননি তাসকিন আহমেদ। বিপিএলের নবম আসরে তাসকিন ও শরিফুল ঢাকা ডোমিনেটর্সে খেলেছেন। এবার ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দুর্দান্ত ঢাকা তাদের আগেভাগে নিয়ে নেয়। প্রত্যাশা ছিল জাতীয় দলের দুই পেসার কাজটা সহজ করে দেবেন। শরিফুল এখন পর্যন্ত সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে। তাসকিন কেবল ১৩ উইকেট পেয়েছেন। 

শরিফুলের মতো রান তোলার তালিকায় সেরা তিনে আছেন নাঈম শেখ। যার রান ৩১০ রান। স্থানীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলিয়ে তৃতীয়। রান তোলায় ও উইকেট প্রাপ্তির তালিকায় নাঈম ও শরিফুল নিজেদের ঝাণ্ডা উড়ালেও বিপিএলে তাদের মিশন ‘অসমাপ্ত।’ কেননা বিপিএলে তাদের দুজনের দল ছিল ভরাডুবি। ১২ ম্যাচের ১১টি হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সবার আগে। সে কারণে নিজেদের ব্যক্তিগত অর্জন খুব একটা উপভোগ করতে পারছেন না দুজনই। 

বাঁহাতি পেসার শরিফুল বললেন, ‘ক্রিকেট হচ্ছে দিন শেষে দলগত খেলা। আপনি ব্যক্তিগতভাবে অনেক কিছু করে ফেললেও যদি দল ভালো না করে আপনার সাফল্যগুলো কাউন্ট হয় না। হয়তো আলোচনায় আছে আমার নাম। কিন্তু দলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।’দুই ফিফটি ও ১১৯.৬৯ স্ট্রাইক রেটে রান তোলা নাঈম শেখও একই কথা বললেন, ‘আমরা দলগতভাবে ভালো করিনি। তাই মন তো খারাপ। দল হিসেবে আমরা যে খারাপ ছিলাম সেটাও নয়। আমি পারিনি একদমই ভালো খেলতে।’

শরিফুল, নাঈম প্রত্যেকেই বিশ্বাস করেন তাদের আরো ভালো করার সুযোগ ছিল, ‘আমি যেখানে শেষ করেছি যদি প্লে’ অফ কিংবা আরো ওপরে খেলতে পারলে আরো বেশি উইকেট পেতে পারতাম। যে ছন্দে ছিলাম কিছুটা তো আফসোস থাকবেই।’ নাঈম বললেন এভাবে,‘আমি কিছু ইনিংস শুরু করেও প্রচন্ড বাজে শটে আউট হয়েছি। যেখানে ইনিংস বড় করার কথা ছিল সেখানে আমি পারিনি রান করতে। দুয়েকটি ইনিংস ভালো ছিল। তবে ভালো করার আরো সুযোগ ছিল।’

নিজের পারফরম্যান্স নিয়ে নাঈমের আফসোস থাকলেও বিপিএলের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আছেন। যদিও তার পজিশনে আছেন আরো তিন ওপেনার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, এনামুল হক বিজয়। নাঈম নিশ্চিত নন সুযোগ পাবেন কিনা। তবে সুযোগ পেলে হেলায় হারাতে চান না,  ‘সুযোগ পাবো কিনা নিশ্চিত নই। তবে কোচ অবশ্যই আমাকে দেখবেন। আমি চাইবো অবশ্যই যেন সুযোগ পাই। সুযোগ পেলে অবশ্যই কাউন্ট করার চেষ্টা করবো।’

শরিফুলের নিজেকে প্রমাণের করা কিছু নেই। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় কেটেছে তার। এ বছরের শুরুটাও ভালো হলো। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন শরিফুল। শেষ বছর যেমন কেটেছে তার, চলতি বছরও এই ছন্দে কাটাতে চান, ‘গত বছর আমার ভালো কেটেছিল। উন্নতির জায়গা ছিল। সেগুলো নিয়ে কাজও হচ্ছে। চাইবো এ বছরটাও যেন ভালো কাটে। দলগতভাবে আমরা যেন একটা শক্তিশালী অবস্থানে যেতে পারি। নিজের পারফরম্যান্সও যেন ভালো হয়।’

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়