ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

পিএসলে খেলা বাবরের চেয়ে নারী আইপিএলে ৫ গুণ বেশি পাচ্ছেন মান্ধানা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২৪  
পিএসলে খেলা বাবরের চেয়ে নারী আইপিএলে ৫ গুণ বেশি পাচ্ছেন মান্ধানা

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান তিনি। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চতুর্থ এবং টেস্ট র‌্যাংকিংয়ে পঞ্চম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন পেশাওয়ার জালমির হয়ে। নেতৃত্ব দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজিটিকে। প্লাটিনাম ক্যাটাগোরিতে থাকায় বাবরকে ১ লাখ ৪ হাজার ৮৬৬ ডলারে দলে ভেড়ায় পেশাওয়ার। পাকিস্তানি মুদ্রায় সেটার পরিমাণ ২ কোটি ৩০ লাখ ৪৪ হাজার। কিন্তু ভারতীয় রূপিতে এটার পরিমাণ ৮৭ লাখের মতো।

অন্যদিকে নারী আইপিএলের প্রথম আসরের নিলামে প্রথম যে নামটি তোলা হয়েছিল সেটি ছিল স্মৃতি মান্ধানার। সেবার তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ৩.৪ কোটি রূপিতে দলে ভেড়ায়। ২০২৪ নারী আইপিএলের আগে একই মূল্যে তাকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। সে হিসেবে এবারও স্মৃতি পাবেন ৩.৪ কোটি রূপি তথা ৪ লাখ ১ হাজার ডলার। যা পাকিস্তানি মুদ্রায় ১১ কোটি ৩৬ লাখ ৩০ হাজার রূপি।

সে হিসেবে পিএসএলে খেলা বাবর আজমের চেয়ে ৬ গুণ বেশি পাচ্ছেন স্মৃতি মান্ধানা।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়