ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

আবারও নারী ক্রিকেটে ফিরলেন হাবিবুল বাশার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৫:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৪
আবারও নারী ক্রিকেটে ফিরলেন হাবিবুল বাশার

নারী ক্রিকেট দলের নির্বাচক থেকে ২০১৬ সালে জাতীয় পুরুষ দলের নির্বাচক পদের দায়িত্ব গ্রহণ করেন হাবিবুল বাশার সুমন। টানা ৮ বছর এই দায়িত্ব পালনের পর বিসিবি ২০২৩ সালের ডিসেম্বরের পর তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি।

গত ১২ ফেব্রুয়ারি বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হয় হাবিবুল বাশার সুমনকে নতুন দায়িত্ব দেওয়া হবে। জাতীয় দলের সাবেক অধিনায়ককে আবারও নারী ক্রিকেটে ফেরানো হয়েছে। এবার নির্বাচক নয়, হাবিবুল বাশার নারী ক্রিকেটের প্রধানের দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেছেন হাবিবুল বাশার। তাকে নারী বিভাগে অভিনন্দন জানান বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আরো পড়ুন:

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়