ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাটিংয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০২৪
হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাটিংয়ে রংপুর

টেবিলের শীর্ষ দুই দলের লড়াই। জহুর আহমেদের চৌধুরী স্টেডিয়ামে এবারের বিপিএলের শেষ ম্যাচ। তাই দর্শকদের ঢল নেমেছে সাগর পাড়ের স্টেডিয়ামে। বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল রংপুর রাইডার্স। ১১ ম্যাচে ৯টি জিতে রয়েছে টেবিলের শীর্ষে। ১০ ম্যাচে ৭ জয়ে দুই নম্বরে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের আরেকটি মহারণ।

দুই দলই তারকা সমৃদ্ধ, বিদেশি ক্রিকেটার ভরপুর এবং বিগ বাজেটের দল। তাই তাদের লড়াইটাও সব সময় হয় জমজমাট। বিপিএল চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে এমন কিছুর প্রত্যাশা করছেন সমর্থকরা।

এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। দুই দলের প্রথম মুখোমুখিতে রংপুর ৮ রানে ম্যাচ জিতেছিল। আজ কুমিল্লা প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই দেখার।

আরো পড়ুন:

রংপুর রাইডার্স একাদশ:
কাজী নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মাহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, রিপন মণ্ডল, ইমরান তাহির, জিমি নিশাম, ব্রেন্ডন কিং ও টম মুরস। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ:
লিটন কুমার দাশ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন,ম্যাথু ফোর্ড ও মাহিদুল ইসলাম অঙ্কন।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়