ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

দ্বিতীয় সন্তানের বাবা হলেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০২৪
দ্বিতীয় সন্তানের বাবা হলেন কোহলি

ইংল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজ শুরুর আগে হঠাৎ নিজেকে সরিয়ে নেন বিরাট কোহলি। হায়দরাবাদে এসেও আবার ফেরত যান দিল্লিতে। সেখান থেকে কোথায় গিয়েছিলেন কেউ জানে না। এরপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টেস্টেও খেলেননি। চতুর্থ টেস্টে খেলবেন কিনা সেটাও এখনও নিশ্চিত নয়।

তখন অনেক গুঞ্জন শোনা গিয়েছিল কোহলি না খেলার কারণ হিসেবে। তার মধ্যে একটি ছিল যে আবার বাবা হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন কোহলি। গেল ১৫ ফেব্রুয়ারি আনুশকা শর্মার কোল জুড়ে আসে তাদের দ্বিতীয় সন্তান। এবার অবশ্য পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা ব্যাটসম্যান। সন্তানের নাম রেখেছেন আকায়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আনুশকা ও কোহলি।

আরো পড়ুন:

সেখানে লেখা রয়েছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের একথা জানাতে চাই যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের সংসারে এক ছোট্ট সদস্য তথা ভামিকার ছোট ভাই এসেছে। এই সুখের সময়ে আমি আপনাদের প্রত্যেকের আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থণা করি।’

পাশাপাশি তিনি সবার কাছে তাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান।

এর আগে ২০২১ সালে প্রথম সন্তানের বাবা হয়েছিলেন কোহলি। সেবারও অস্ট্রেলিয়ার বিপক্ষের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সেবার অবশ্য তিনি অধিনায়ক ছিলেন।

২০১৭ সালে কোহলি ও আনুশকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। গেল ১১ জানুয়ারি তাদের প্রথম সন্তান ভামিকার তৃতীয় জন্মদিন পালন করেছে তারা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়