ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ভাষা শহিদদের প্রতি ক্রিকেটারদের বিনম্র শ্রদ্ধা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০২৪
ভাষা শহিদদের প্রতি ক্রিকেটারদের বিনম্র শ্রদ্ধা

আজ মহান একুশে ফ্রেব্রুয়ারি, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। ৭২ বছর আগে এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে রাজপথে নেমেছিলেন বাংলার বীর সন্তানরা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে প্রাণ হারান সালাম, রফিক, জব্বার, বরকত, শফিকসহ আরও অনেকে।
প্রতি বছর দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতির পর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা বিশ্বেই পালন করা হয় একুশে ফেব্রুয়ারি। আজ বুধবার পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিকেটাররা।

জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক সকল বাঙ্গালীর হৃদয়।’

জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ‘মাতৃভাষাই আমাদের প্রথম ভালোবাসা। সকল ভাষাশহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সকলকে।’

আরো পড়ুন:

সাকিব আল হাসান লিখেছেন, ‘ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

তামিম ইকবাল লিখেছেন, ‘মহান একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

মুশফিকুর রহিম লিখেছেন, ‘সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২’র ভাষা আন্দোলনেও এর কোন ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা শহিদেরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘১৯৫২ সালে শহিদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার স্বাধীনতা। তাঁদের এই হার না মানা সংগ্রাম প্রতিনিয়ত আমাদের দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য প্রাণ দেওয়া শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’

সৌম্য সরকার লিখেছেন, ‘শহীদ দিবসে সকল ভাষা শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।’

লিটন দাশ লিখেছেন, ‘ভাষার জন্য প্রাণ দিতে যে জাতি জানে, সে জাতি কখনো পরাধীন থাকে না। ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়