ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

হালান্ডের গোলে ম্যানসিটি দ্বিতীয় অবস্থানে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২১ ফেব্রুয়ারি ২০২৪  
হালান্ডের গোলে ম্যানসিটি দ্বিতীয় অবস্থানে

নিজেকে হারিয়ে খুঁজছেন আরলিং হালান্ড। পাচ্ছেন না গোল। করতে পারছেন না প্রত্যাশা পূরণ। তাতে যারপরনাই হতাশ নরওয়েজিয়ান এই তারকা। সে কারণে তিনদিন আগে চেলসির বিপক্ষের ম্যাচে ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়েছিলেন। সেদিন নয়টি শট নিয়েও কোনো গোলের দেখা পাননি তিনি।

তবে মঙ্গলবার রাতে ঘরের মাঠে গোল পেয়েছেন গেল মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। আর তার সেই একমাত্র গোলে ভর করে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটিও পেয়েছে কাঙ্খিত জয়।

ম্যাচের ৭১ মিনিটের সময় জুলিয়ান আলভারেজের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে শট নিয়ে জালে জড়ান হালান্ড। এটা ছিল চলতি মৌসুমে তার ১৭তম গোল। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি ব্রেন্টফোর্ড। তাতে হালান্ডের গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

আরো পড়ুন:

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। ২৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫৬। সমান ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর ৫৫ পয়েন্ট নিয়ে ম্যানসিটির ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে আর্সেনাল।

২৫ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে ব্রেন্টফোর্ড আছে পয়েন্ট টেবিলের চতুর্দশ স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়