ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

ঝড়ো ব্যাটিংয়ে নিউ জিল্যান্ডের বড় সংগ্রহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৪  
ঝড়ো ব্যাটিংয়ে নিউ জিল্যান্ডের বড় সংগ্রহ

ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বুধবার থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। স্কাই স্টেডিয়ামে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে। ৩ উইকেট হারিয়ে তুলেছে ২১৫ রান।

ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ৫.১ ওভারেই তুলে ফেলেন ৬১ রান। এরপর আউট হন অ্যালেন। অবশ্য যাওয়ার আগে ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩২ রান করে যান।

সেখান থেকে কনওয়ে ও রাচিন রবীন্দ্র ১১৩ রানের জুটি গড়েন। নিউ জিল্যান্ডের রান যখন ১৭৪, তখন ফিরেন রাচিন। তিনি ৩৫ বলে ২ চার ও ৬ ছক্কায় ১৯৪.২৮ স্ট্রাইক রেটে ৬৮ রানের ইনিংস খেলে যান।

আরো পড়ুন:

অবশ্য একই রানে ফেরেন কনওয়েও। তিনি ৪৬ বলে ৫টি চার ও ২ ছক্কায় করেন ৬৮ রান। এরপর গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান ২৩ বলে অবিচ্ছিন্ন ৪১ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহ ২১৫ পর্যন্ত নিয়ে যান। ফিলিপস ১০ বলে ১৯ ও চ্যাপম্যান ১৩ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।

বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ফেরান অ্যালেনকে, প্যাট কামিন্স শিকার করেন রাচিনকে আর মিচেল মার্শ আউট করেন কনওয়েকে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়