ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

রোনালদোর গোলে কোয়ার্টার ফাইনালে আল নাসর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২২ ফেব্রুয়ারি ২০২৪  
রোনালদোর গোলে কোয়ার্টার ফাইনালে আল নাসর

এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি ম্যাচে জয় পেয়েছে আল নাসর। বুধবার ঘরের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদো ও ওটাভিওর গোলে তারা ২-০ ব্যবধানে হারিয়েছে আল ফাইহাকে। প্রথম লেগে আল নাসর জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে রোনালদোদের।

এদিন ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। এ সময় ওটাভিও গোল করে এগিয়ে নেন দলকে। ৩৭ মিনিটে রোনালদো গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার নেওয়া হেড পোস্টে লেগে ফিরে আসে। বিরতির পর ৮৬ মিনিটে তার করা গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় আল নাসরের। নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনালও।

শেষ আটের লড়াইয়ে আগামী ৪ মার্চ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের মুখোমুখি হবে রোনালদো-ওটাভিওদের আল নাসর। আল আইন এএফসি চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ১৩০ ম্যাচ খেলেছে। ২০০৩ সালে তারা চ্যাম্পিয়নও হয়েছিল।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়