ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

‘কিলার’ মিলার আসছেন বরিশালে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৯:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৪
‘কিলার’ মিলার আসছেন বরিশালে

ফরচুন বরিশাল আগেই ঘোষণা দিয়েছিল সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলারকে তারা বিপিএলে যুক্ত করবে। তবে কতদিনের জন‌্য তাকে পাওয়া যাবে সেই তথ‌্য দিতে পারেনি। বৃহস্পতিবার ফরচুন বরিশাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি ‘কিলার’ মিলার তাদের দলে যোগ দেবেন। ড্রাফটের বাইরে থেকে মিলারের সাথে চুক্তি করেছে বরিশাল।

বিপিএলের দশম আসরের প্রথম পর্বে বরিশালের ম‌্যাচ বাকি একটি। শুক্রবার তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখনও প্লে’অফ চূড়ান্ত হয়নি বরিশালের। কাগজে-কলমে স্রেফ একটু বিপদ আছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম‌্যাচে অকল্পনীয়, অভাবনীয় ব‌্যবধানে না হারলে তারা চলে যাবে চারে। আর যদি তারা আকাশচুম্বী ব‌্যবধানে হেরে যায় এবং খুলনা টাইগার্স নিজেদের শেষ ম‌্যাচে সিলেট স্ট্রাইকার্সকে বড় ব‌্যবধানে হারায় তাহলে রান রেটের ব‌্যবধানে বরিশালকে টপকে খুলনা যাবে চারে যাবে।

বরিশাল নিশ্চিতবাবেই এই বিপদ ডেকে আনবে না। আত্মবিশ্বাসী শিবির তাই নিজেদের পরবর্তী ম্যাচ অর্থ‌্যাৎ এলিমিনেটর ম্যাচের জন‌্যই মিলারকে নিয়ে আসছে। সেই ম‌্যাচ জিতলে তাদের খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ও রংপুর খেলবে। ম‌্যাচের বিজয়ী দল ফাইনালে যাবে, পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল খেলবে ফাইনাল।

এক্ষেত্রে বরিশাল যদি ফাইনাল অব্দি যায় তাহলে মিলারকে অন্তত তিন ম্যাচের জন‌্য পাওয়া যাবে বিপিএলে। এর আগে একাধিকবার মিলার আসার সোরগোল উঠলেও কোনবার তাকে খেলাতে পারেনি কেউ। এবার বরিশাল তাকে আনার ঘোষণা দিয়েছিল বিপিএলের শুরুতেই। এখন শুধু তার মাঠে নামার অপেক্ষা।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়