ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

আইপিএলের ১৭ দিনের সূচি প্রকাশ, শুরুতেই মুখোমুখি ধোনি-কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪
আইপিএলের ১৭ দিনের সূচি প্রকাশ, শুরুতেই মুখোমুখি ধোনি-কোহলি

আজ বৃহস্পতিবার চলতি বছরের আইপিএলের প্রথম ১৭ দিনের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। সূচি অনুযায়ী ২২ মার্চ মাঠে গড়াবে বিশ্বের সেরা এই ফ্র্যাঞ্চাইজি লিগ। চেন্নাইতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। এ নিয়ে নবমবারের মতো চেন্নাই আইপিএলের উদ্বোধনী ম্যাচেই খেলতে যাচ্ছে।

যেসব দিনগুলোতে দুটি করে খেলা থাকবে সেদিন প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সাড়ে তিনটায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সাড়ে ৭টায়। দ্বিতীয় দিনেই থাকছে দুটি ম্যাচ। যেখানে পাঞ্জাব কিংস আতিথ্য দিবে দিল্লি ক্যাপিটালসকে। আর কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

আরো পড়ুন:

প্রথম ১৭ দিনে মোট ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর লোকসভার নির্বাচন শেষে আইপিএলের বাকি অংশের সূচি নির্ধারণ করা হবে।

এর আগে নির্বাচনের জন্য ২০০৯ সালে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে একভাগ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে এবং অন্যভাগ হয়েছিল ভারতে। এবার অবশ্য পুরো অংশই অনুষ্ঠিত হবে ভারতে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়