ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

বেনজেমার আত্মঘাতি গোলের চোখ রাঙানির পরও জিতলো ইত্তিহাদ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
বেনজেমার আত্মঘাতি গোলের চোখ রাঙানির পরও জিতলো ইত্তিহাদ

এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে বৃস্পতিবার রাতে উজবেকিস্তানের ক্লাব নাভবাহরের মুখোমুখি হয়েছিল আল ইত্তিহাদ। ম্যাচের ২৫ মিনিটেই করিম বেনজেমার আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ইত্তিহাদ। কিন্তু আত্মঘাতি গোলের চোখ রাঙানি উপেক্ষা করে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পেয়েছে ইত্তিহাদ। আর এই জয়ে তারা পৌঁছে গেছে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।

বেনজেমার আত্মঘাতি গোলের পর ৪৫+৬ মিনিটের মাথায় আব্দের রাজ্জাক হামদাল্লাহর গোলে সমতা ফেরে ম্যাচে। বিরতির পর নাভবাহরও একটি আত্মঘাতি গোল করে। ম্যাচের ৮৭ মিনিটের সময় তাদের তমা তাবাতাদজি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে এগিয়ে দেন ইত্তিহাদকে। শেষ পর্যন্ত তার গোলেই ম্যাচের ভাগ্য বদলে যায়। ২-১ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বেনজেমা-হামদাল্লাহরা।

ইত্তিহাদের আগে শেষ আট নিশ্চিত করেছে রোনালদোর আল নাসর ও নেইমারদের আল হিলাল। সব মিলিয়ে সৌদি প্রো লিগের তিনটি দল জায়ড়া করে নিয়েছে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে।

আরো পড়ুন:

অবশ্য শেষ আটে আল হিলালের মুখোমুখি হবে আল ইত্তিহাদ। আর আল নাসর লড়বে সংযুক্ত আরব আমিরাতের আল আইনের বিপক্ষে।

এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৪ ও ৬ মার্চ। আর ফিরতি লেগ হবে ১১ ও ১৩ মার্চ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়