নিয়মরক্ষার ম্যাচে সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে খুলনা
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিপিএলের দশম আসরের প্লে’অফের চার দল চূড়ান্ত। প্রথম পর্বের শেষ ম্যাচটি তাই কেবল হয়ে গেল নিয়মরক্ষকার। যেখানে মুখোমুখি লড়াইয়ে সাতটায় মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স।
দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল শেষ দল হিসেবে গেছে সেরা চারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তারা জয় পেয়েছে ৬ উইকেটে। ম্যাচটিতে তারা যদি বড় ব্যবধানে হেরে যেত তাহলে সিলেট ও খুলনার ম্যাচে প্রাণ থাকত। এখন দুই দল কেবল নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। টস জিতে সিলেট স্ট্রাইকার্স আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
খুলনা টাইগার্স এর আগে প্রথম মুখোমুখিতে সিলেটের কাছে হেরেছিল। আজ তারা জিততে পারে কিনা সেটাই দেখার।
বিপিএলে শুরু দিকে খুলনা যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে মনে হয়েছিল এবার অভাবনীয় কিছু করে ফেলবে তারা। প্রথম চার ম্যাচে চারটিতেই জয় তাদের। যেন তেন জয় নয়, দারুণ ক্রিকেট খেলেই জয় পেয়েছিল তারা।
এরপরই মুদ্রার উল্টোপিঠ দেখতে শুরু করে। টানা পাঁচ ম্যাচে হার নিমিষেই। প্লে’অফে যেতে পরের দুই ম্যাচে জয় পেতে হতো তাদের। দুর্দান্ত ঢাকার বিপক্ষে জয় পেলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে শেষ ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। আজ জিতলেও কিছুটা মুখে হাসি নিয়ে সফর শেষ করতে পারবে তারা।
অন্যদিকে সিলেটে প্রথম পাঁচ ম্যাচে একটিও জয় পায়নি। ষষ্ঠ ম্যাচে জিতলেও পরের পাঁচ ম্যাচে মাত্র তিনটি জয় পাওয়ায় তারাও লড়াই থেকে ছিটকে যায়। গতবার তারা রানার্সআপ হয়েছিল। এবার একেবারেই বাজে পারফর্ম তাদের।
সিলেট স্ট্রাইকার্সের একাদশ:
মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সামিত পাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বী, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।
খুলনা টাইগার্সের একাদশ:
এনামুল হক বিজয়, আফিফ হোসেন, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, রুবেল হোসেন, ওশানে থমাস, নাহিদুল ইসলাম, জন রাস জাগেসার, জেসন হোল্ডার, আরিফ আহমেদ ও ওয়েন পার্নেল।
ইয়াসিন/আমিনুল