ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

গেটাফের জালে ‘এক হালি’ গোলে তিন পয়েন্ট বার্সেলোনার 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৯:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
গেটাফের জালে ‘এক হালি’ গোলে তিন পয়েন্ট বার্সেলোনার 

দুঃসময় কাটিয়ে ধীরে ধীরে নিজেদের চেনা রূপে ফিরেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তারই ধারায় স্প্যানিশ লা লিগায় জয়ের দেখা পেল কাতালানরা। ঘরের মাঠে গেটাফের বিপক্ষে ৪-০ গোলে জয় জাভি হার্নান্দেজের দলের। দলের হয়ে গোল করেছেন রাফিনহা, জোয়াও ফেলিক্স, ফ্রেংকি ডি ইয়াং ও ফেরমিন লোপেজ।   

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। তবে ইলকাই গুনডোয়ানের কর্নারে বল লক্ষ‍্যে রাখতে পারেননি রাফিনহা। এর ঠিক ১২ মিনিট পর ২০তম মিনিটের মাথায় সেই রাফিনহার পা থেকেই এগিয়ে যায় গেলবারের শিরোপাধারীরা।

নিজেদের অর্ধ থেকে জুল কুন্দের বাড়ানো বল ধরে দারুণ গতিতে এগিয়ে যান রাফিনহা। পাশেই সমান তালে এগিয়ে সুবিধাজনক জায়গায় চলে যান জোয়াও ফেলিক্স। দুই ফরোয়ার্ডের ওয়ান টু  ওয়ানে ধাঁধায় পড়ে যান গেটাফে গোলরক্ষক। এই সুযোগে দারুণ শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা।

আরো পড়ুন:

২৭তম মিনিটে গুনডোয়ান মাথা ছোঁয়াতে পারেননি বলে। ৩৬তম মিনিটে গোলের চমৎকার সুযোগ হাতছাড়া করেন ফেলিক্স। পর্তুগিজ ফরোয়ার্ডের শট দারুণ রিফ্লেক্সে পা দিয়ে ঠেকান গেটাফে গোলরক্ষক। তাতে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পেয়ে যান ফেলিক্স। ৫৩তম মিনিটে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের চমৎকার ক্রসে আলতো টোকায় ব‍্যবধান দ্বিগুণ করেন তিনি। ৬১তম মিনিটে রাফিনহার সহায়তায় স্কোর লাইন ৩-০ করে ফেলেন ডি ইয়াং। 

জয় অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ায় বলের নিয়ন্ত্রণ ধরে রেখে মাঝেমধ্যে আক্রমণে উঠতে থাকে বার্সেলোনা। ৭৫তম মিনিটে আবারও দৃশ্যপটে রাফিনহা। এই ব্রাজিলিয়ানের পাস ধরে বক্সের ঠিক উপর থেকে শরীর ঘুরিয়ে নেওয়া লোপেজের শট যায় গোলরক্ষক বরাবর।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ‘এক হালি’ গোল নিশ্চিত করেন লোপেজ। ডি ইয়াং থ্রু পাস বাড়ালেও বক্সের ঠিক বাইরে থেকে ভিটোর রোকের শট কোনোমতে ফেরান গোলরক্ষক। আলগা বল চলে যায় বিপরীত দিকে থাকা লোপেজের পায়ে; অনায়াসে বাকি স্কোর লাইন ৪-০ করেন লোপেজ।

এই জয়ে ২৬ ম‍্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ২৫ ম‍্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে জিরোনা। সমান ম‍্যাচে ৬২ পয়েন্ট নিয়ে এখনো চূড়ায় রিয়াল মাদ্রিদ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়