বিপিএল নিয়ে হাথুরুসিংহের বক্তব্য ভালোভাবে নেয়নি বিসিবি
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
লম্বা ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরে ফের আলোচনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গত বছরে নিউ জিল্যান্ডের সফর শেষে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ছুটে যান হাথুরুসিংহে। তিনদিন হলো ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছেন। এ সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেললেও ৪০ ম্যাচ পর প্রথম সরাসরি খেলা দেখেছেন কোচ। অস্ট্রেলিয়ায় থাকাকালীন টিভির পর্দাতেই বুলিয়েছেন চোখ। কিন্তু বিপিএল তার একটুও ভালো লাগেনি তা সরাসরি বলতে দ্বিধা করেননি।
ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। কোনো রাখঢাক না রেখেই ক্ষোভ উগড়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। সাফ বলে দিয়েছেন, বিপিএল তার কাছে সার্কাস ব্যতীত কিছু মনে হয় না। বিপিএল দেখানো চ্যানেল সামনে চলে এলে তিনি টিভিই বন্ধ করে দেন!
‘বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বিশ্বমানের হচ্ছে কি না?’এমন প্রশ্নের জবাবে। হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের যথাযথ মানের কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভূত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়।’
বিপিএলে পাড়ার ক্রিকেটের মতো বিদেশি খেলোয়াড় আসছেন-যাচ্ছেন। যে ব্যাপারটা হাথুরুসিংহের কাছে সার্কাস মনে হয়েছে। এ ব্যাপারে তিনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপও কামনা করেছেন। তিনি বলেছেন, ‘এখানে আইসিসির হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা রেখে আরেকটা টুর্নামেন্ট খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’
হাথুরুসিংহের এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। বিশেষ করে বিপিএলের আয়োজনের সঙ্গে জড়িত ক্রিকেট সংশ্লিষ্টরা কেউই হাথুরুসিংহের মন্তব্য ভালোভাবে নেয়নি। ‘আমরা তার মন্তব্য দেখেছি যা খুব অপ্রত্যাশিত। এবারের বিপিএল আয়োজন করা ছিল চ্যালেঞ্জিং। কারণ, একই সঙ্গে তিনটা টুর্নামেন্ট। জাতীয় নির্বাচনের কারণে আমরা শুরুতে পিছিয়ে পড়ি। যদি নির্বাচন না হতো আর জানুয়ারি প্রথম সপ্তাহে টুর্নামেন্ট শুরু হতো তাহলে তো আন্তর্জাতিক অঙ্গনের সেরা তারকা ক্রিকেটারদের পেতাম। এসব আসলে কেউ কথা বলার আগে বিবেচনা করে না। কোচের থেকে এমন মন্তব্য অপ্রত্যাশিত। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। নিশ্চয়ই এটা নিয়ে পরবর্তীতে আলাপ আলোচনার আছে।’ – বলছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা।
এদিকে বিসিবির বেতনভুক্ত একজন কর্মকর্তা প্রকাশ্যে নিজেদের আয়োজন নিয়ে এমন মন্তব্য করতে পারেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এ নিয়ে যোগাযোগ করা হলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা তার সাক্ষাৎকারটি পড়েছি। আমাদের নজরেও এসেছে। এটা নিশ্চিতভাবেই বিব্রতকর। আমরা তার সঙ্গে কথাও বলেছি। এটা নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীতে কথা বলবো এবং আপনাদের জানাবো।’
রোববার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর থেকে নানা আলোচনা শুরু হয়েছে। ক্রিকেট বোর্ড নিজেদের ইমেজ সুমন্নত রাখতে হাথুরুসিংহের কাছে এমন বক্তব্যের জন্য ব্যাখ্যা চাইতে পারে। সেই প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর। এখন দেখার বিষয় কতদূর যেতে পারে এই ঘটনা।
ইয়াসিন/আমিনুল