কুম্বলের রেকর্ড ভেঙে শীর্ষে অশ্বিন
রবীচন্দ্রন অশ্বিন চতুর্থ টেস্টের তৃতীয়দিনে তিনটি উইকেট শিকার করেন। প্রথমে তিনি বেন ডাকেটকে আউট করেন। এরপর ফেরান অলি পোপকে। সবশেষ তিনি জো রুটের উইকেটটিও নেন।
এর মধ্য দিয়ে ঘরের মাঠে টেস্টে তার মোট উইকেট হয় ৩৫২টি। তাতে ভেঙে ফেলেন অনিল কুম্বলের রেকর্ড। যিনি ঘরের মাঠে ৩৫০ উইকেট শিকার করে এতোদিন ছিলেন শীর্ষে। আজ তাকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিলেন অশ্বিন।
কুম্বলে ১৩২ টেস্টে নিয়েছিলেন ৬১৯ উইকেট। তার মধ্যে ৩৫০টি নিয়েছিলেন ঘরের মাঠে। যা ছিল ভারতীয় বোলাদের মধ্যে টেস্টে সর্বোচ্চ।
এদিকে অশ্বিন ৯৯ টেস্টে এ পর্যন্ত নিয়েছেন ৫০৪ উইকেট। তার মধ্যে ঘরের মাঠে নিয়েছেন ৩৫২টি। অর্থাৎ তার মোট উইকেটের ৭৫ শতাংশই নিয়েছেন ঘরের মাঠে।
অশ্বিন ও কুম্বলের পর ২৬৫ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন হরভজন সিং। ২১৯ উইকেট নিয়ে কপিল দেব চতুর্থ ও ২১০ উইকেট নিয়ে রবীন্দ্র জাদেজা আছেন পঞ্চম স্থানে।
ঢাকা/আমিনুল