ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শেষ মুহূর্তে মেসির গোলে হার এড়ালো মায়ামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
শেষ মুহূর্তে মেসির গোলে হার এড়ালো মায়ামি

মেজর লিগ সকারে (এমএলএস) দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারালো ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে এলএ গ্যালাক্সির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়ে তারা। কিন্তু অন্তিম মুহূর্তে লিওনেল মেসির গোলে হার এড়ায় মায়ামি। ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মেসি-সুয়ারেজরা। তবে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে মায়ামি।

এদিন হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। যদিও আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে ছিল গ্যালাক্সি। প্রথমার্ধের লড়াইয়ে গোলের দেখা পায়নি কেউ। বিরতির পর ৭৫ মিনিটে এগিয়ে যায় গ্যালাক্সি। এ সময় মার্ক দেলগাদোর বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়ান দিজান জোভেলজিক। তার গোলে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে গ্যালাক্সি।

কিন্তু যোগ করা সময়ে (৯০+২) জর্ডি আলবার বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়িয়ে সমতা ফেরান মেসি। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়