ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

কুমিল্লার খেলা দেখতে গ্যালারিতে মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
কুমিল্লার খেলা দেখতে গ্যালারিতে মোস্তাফিজ

সব ঠিক থাকলে বাইশ গজে বল হাতে দৌড়াতেন মোস্তাফিজুর রহমান। কিন্তু কপালে এমনটা লেখা ছিল না। চট্টগ্রামে অনুশীলনের সময় বলে আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়েছিলেন, সেই ক্ষত এখনো সারেনি। তাই বলে মোস্তাফিজ ঘরে বসে নেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লড়াই দেখতে মিরপুরে হাজির হয়েছেন ডানহাতি এই পেসার।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি কুমিল্লা। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলাটি শুরু হয় হোম অব ক্রিকেটে। টসের আগেই মিরপুরে হাজির হন মোস্তফিজ। গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় বলের আঘাতে মাথা ফেটে যায় মোস্তাফিজের। 

সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়, অবস্থা সন্তোষজনক হলেও লাগে পাঁচটি সেলাই। মোস্তাফিজকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখে প্রায় দুইদিন হাসাপাতালে রাখা হয়। এরপর পাঠানো হয় ঢাকায়।

আগামীকাল মোস্তাফিজের বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর কথা রয়েছে। এ দিনই নির্ধারিত হবে মোস্তাফিজ আবার মাঠে নামতে পারবেন কী না। যদি দল ফাইনালে ওঠে তাহলে খেলতে দেখাও যেতে পারে এই পেসারকে।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়