ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ফাইনালের ফটোসেশনে উপস্থিত না থাকায় তামিমের দুঃখপ্রকাশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৫৪, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
ফাইনালের ফটোসেশনে উপস্থিত না থাকায় তামিমের দুঃখপ্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের আগে আজ হয়ে গেল ট্রফি নিয়ে ফটোসেশন। স্বাভাবিকভাবেই সেখানে দুই ফাইনালিস্ট দলের অধিনায়কের কথা ছিল। তবে তামিম ইকবাল কিংবা লিটন দাস; দুজনের কেউ ছিলেন না। ফটোসেশনে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্বীকৃত ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন তামিম। সেখানে তিনি লিখেন, ‘বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি। এজন্য দুঃখপ্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি। অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এরকম একটি আয়োজনে থাকা।’

ব্যস্ততার কারণেই উপস্থিত থাকতে পারেননি জানিয়ে তামিম আরও লিখেন, ‘গতকাল রাতেই আমরা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। এরপর ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের জন্য দল থেকে বিশেষ আয়োজন ছিল। পাশাপাশি, অধিনায়ক হিসেবে আমার বাড়তি কিছু ব্যস্ততাও ছিল। সবকিছু শেষ করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে বের হওয়া তাই সম্ভব ছিল না।’ 

আরো পড়ুন:

বিপিএলকে খাটো করার জন্য এমনটা করেননি সেটাও জানিয়ে এই ওপেনার আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সবসময়ই বিপিএলকে অনেক মূল্য দিয়েছি এবং এই টুর্নামেন্টকে ওপরে তুলে ধরার চেষ্টা করেছি। কখনোই এই টুর্নামেন্টকে কোনোভাবে খাটো করতে চাইনি। বিপিএলের জন্য কোনো কিছু করার সুযোগ পেলে ভবিষ্যতেও এগিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। তবে আজকের পরিস্থিতিতে আমার কোনো উপায় ছিল না এবং এজন্য আবারও দুঃখপ্রকাশ করছি।’

দুই দলের অধিনায়ক উপস্থিত না থাকায় কুমিল্লা থেকে আসেন জাকের আলী অনিক আর বরিশালের হয়ে প্রতিনিধিত্ব করেন মেহেদি হাসান মিরাজ। অথচ সবার প্রত্যাশা ছিল দুই অধিনায়ক লিটন দাস কিংবা তামিম ইকবাল ট্রফি উন্মোচন করবেন।  মিরাজ-অনিকরা এসে প্রথমে সম্প্রচার প্রতিষ্ঠানের হয়ে শুটিং করেন এরপর অংশগ্রহণ করেন ফটোসেশনে। 

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়