ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

এবার কি ঘুচবে ‘দুই ভায়রার’ শিরোপা আক্ষেপ?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১ মার্চ ২০২৪   আপডেট: ১৫:০১, ১ মার্চ ২০২৪
এবার কি ঘুচবে ‘দুই ভায়রার’ শিরোপা আক্ষেপ?

বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর আসর থেকেই খেলে আসছেন এ দুজন। তবে বিস্ময়ের ব্যাপার হলো, এখনো শিরোপার স্বাদ পাননি দুজনের কেউ। সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ আজ। একই দলের হয়ে খেলায় এবার সুযোগটা একদম হাতের মুঠোয়। পারবেন কি মুশফিক-মাহমুদউল্লাহ?

দেশের ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব’ খ্যাত পাঁচজনের মধ্যে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল; এই তিনজনই পেয়েছেন শিরোপার স্বাদ। বাকি রইলেন কেবল মুশফিক ও মাহমুদউল্লাহ। যদিও দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আগে দুইবার করে শিরোপা নির্ধারণী মঞ্চে নেমেছেন দুজন। কিন্তু ভাগ্য মুখ তুলে তাকায়নি তাদের দিকে।

অতীতে ফিরলে দেখা যায়, বিপিএলের প্রথম তিন আসরেই টানা দুইবার ফাইনাল খেলেছেন মাহমুদউল্লাহ। ২০১৩ সালে চিটাগং কিংসের হয়ে ফাইনাল খেলেছেন তিনি। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৪৩ রানে হারে তার দল। ২০১৫ সালের বরিশাল বুলসের হয়ে খেলেন রিয়াদ। সেবার আসরে কুমিল্লার বিপক্ষে হেরে শেষ হয় শিরোপার আশা।

আরো পড়ুন:

মুশফিক প্রথম ফাইনাল খেলেন ২০১৯ সালে। সেবার রাজশাহী রয়ালসকে ফাইনালে তুললেও আসল মঞ্চে ছিলেন নিষ্প্রভ। তাতে জেতা হয়নি ফাইনালও। সবশেষ আসরে আরেকবার ফাইনালের মঞ্চে ওঠে মুশফিকের দল। গত আসরে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলেন তিনি। 

ফাইনালে অবশ্য জ্বলে উঠেছিল মুশফিকের ব্যাট। কুমিল্লার বোলারদের তুলোধুনো করে ৫ চার ও ৩ ছক্কায় মুশফিক খেলেন ৪৮ বলে ৭৪ রানের ইনিংস। কিন্তু সেবারও মাঠে মারা পড়ে মুশফিকের ইনিংস। জনসন চার্লসের ৫২ বলে ৭৯ রানের সৌজন্যে নিজেদের চতুর্থ শিরোপার স্বাদ পায় কুমিল্লা।

তৃতীয় দফায় এবার বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের সামনে প্রথম শিরোপার হাতছানি। কিন্তু কাজটা সহজ হবে না। প্রতিপক্ষ হিসেবে আছে বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা। চারবার শিরোপা লড়াইয়ের ম্যাচে একবারও হারেনি দলটি। এবার কি হারবে?

আশা দেখালেন মুশফিক, ‘দেখা যাক, আমার তো ইচ্ছা আছে (প্রথমবার ট্রফি জয়ের)। সবারই তো ইচ্ছা থাকে, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। এত দূর এসেছি… চেষ্টা থাকবে যেন চ্যাম্পিয়নশিপটা নিতে পারি। কুমিল্লা কখনও হারেনি ফাইনালে। কে জানে, হয়তো এবারই প্রথম হারবে।’

মুশফিকের কথা যদি ব্যাটে-বলে মিলে যায়, তাহলেই তিন দানে ঘুচে যাবে দুই ভায়রার আক্ষেপ। মাশরাফি, সাকিব, তামিম ইকবালের পাশাপাশি মুশফিক-মাহমুদউল্লাহর কল্যাণে বিপিএলেও পরিপূর্ণতা পাবে ‘পঞ্চপাণ্ডব’ উপাখ্যান।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়