ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আর্জেন্টিনার জালে ব্রাজিলের পাঁচ গোল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ৩ মার্চ ২০২৪   আপডেট: ০৮:৩৫, ৪ মার্চ ২০২৪
আর্জেন্টিনার জালে ব্রাজিলের পাঁচ গোল

আর্জেন্টিনাকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়ে কনকাকাফ ডব্লিউ গোল্ড কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। 

রোববার ম্যাচের ১৯ মিনিটেই ভিটোরিয়া ইয়াইয়া গোল করে এগিয়ে নেন ব্রাজিলকে। ৩৬ মিনিটের মাথায় ইয়াসমিম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে এই দুটি গোলই হয়।

বিরতির পর ৫৪ মিনিটে বিয়া জানেরাতোর গোল করলে ব্রাজিল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ৬১ মিনিটে গাবি নুনেস গোল করলে লিড হয় ৪-০ ব্যবধানের।

আরো পড়ুন:

৮১ মিনিটের মাথায় অবশ্য আর্জেন্টিনার সেলেস্তে ডস সান্তোস গোল করে ব্যবধান কমান। কিন্তু ৯০+৫ মিনিটের মাথায় জানেরাতো নিজের জোড়া গোল পূর্ণ করে আর্জেন্টিনাকে ৫-১ ব্যবধানের হার উপহার দেন। পাশাপাশি দলকে তোলেন সেমিফাইনালে।

শেষ চারে ব্রাজিল মেক্সিকো অথবা প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। সোমবার ভোরে শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়