ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

পাকিস্তান ক্রিকেটের সংস্কৃতি নিয়ে বোমা ফাটালেন নাসিম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ৮ মার্চ ২০২৪  
পাকিস্তান ক্রিকেটের সংস্কৃতি নিয়ে বোমা ফাটালেন নাসিম

পাকিস্তানের ক্রিকেটে দল নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তরুণ পেসার নাসিম শাহ। ক্রিকেটাররা ওয়ার্কলোড সামলানোর জন্য বিশ্রাম চাইলেই চিরতরে বিশ্রাম দেওয়া হয় বলে মন্তব্য করেছেন এই পেসার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শেষে এমন মন্তব্য করেন নাসিম।

কাঁধের ইনজুরির সঙ্গে লড়াই করে দীর্ঘ পাঁচ মাস পর ক্রিকেটে ফিরেছেন নাসিম। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রত্যাবর্তন করলেন বাইশগজে। চলতি পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন এই পেসার। আর ফিরেই বোমা ফাটালেন। 

নাসিম বলেন, ‘দুঃখজনক হলেও পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি ভিন্ন ধরনের। এখানে নতুন আসা খেলোয়াড়রা এক-দুই ম্যাচে নৈপুণ্য দেখালেই নিয়মিত একাদশের খেলোয়াড়রা দলে তাদের জায়গা নিয়ে সন্দিহান হয়ে পড়েন। এই শঙ্কার জন্যই তারা এক ম্যাচও বিশ্রামে যেতে ভয় পান।’ 

কেন বিশ্রামে যেতে ভয় পান সেটাও বললেন পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম ভরসা এই তারকা, ‘আপনি যদি বিশ্রামে যান, হতে পারে চিরতরের জন্যই জায়গা হারিয়ে ফেললেন। তখন আজীবন বিশ্রামই করে যেতে হবে।’

২১ বছর বয়সী নাসিম যোগ করেন, ‘এছাড়াও খেলোয়াড়রা ভয়ের মধ্যে থাকেন। যদি কেউ বলেন তিনি শতভাগ ফিট নন বা ক্লান্ত তখন তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে, অন্যান্য খেলোয়াড়রাও পেছনে এ নিয়ে কথা বলতে থাকে। তাই কেউ নিজের থেকে বিশ্রামের প্রসঙ্গ ভুলেও টেনে আনেন না।’

এই পরিস্থিতি থেকে পরিত্রানের উপায়ও বাতলে দিয়েছেন নাসিম। তার মতে, ফিজিও ও বোলিং কোচ মিলে ঠিক করা উচিত কোন বোলার সিরিজে কতটি ম্যাচ খেলবেন। তাহলেই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা সম্ভব হবে এবং প্রত্যেক বোলারের কাছ থেকে সেরা নৈপুণ্যও পাওয়া যাবে। 

উল্লেখ্য, কিছুদিন আগেই ওয়ার্কলোড সামলাতে এক সিরিজ থেকে বিশ্রাম চাওয়ায় ব্যাপক সমালোচিত হন দেশটির তারকা পেসার হারিস রউফ। এর পর কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দেয় পিসিবি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়