ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

‘অলিখিত ফাইনালে’ বাংলাদেশকে হাতছানি দিচ্ছে ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ৮ মার্চ ২০২৪   আপডেট: ২০:৫৪, ৮ মার্চ ২০২৪
‘অলিখিত ফাইনালে’ বাংলাদেশকে হাতছানি দিচ্ছে ইতিহাস

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা। স্বাভাবিকভাবেই সিরিজে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। যেই জিতবে সিরিজ তার পকেটে। আর বাংলাদেশ যদি এই সুযোগ কাজে লাগাতে পারে, তাহলে গড়বে ইতিহাস।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের কোনো পরিসংখ্যান নেই টাইগার ক্রিকেটের রেকর্ড বুকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। আগামীকাল শনিবার (৯ মার্চ) বিকেল  ৩টায় সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেও সেই ইতিহাসের কথা বলছেন, ‘আপনি যেমন বললেন, আমরা ইতিহাসটা বদলানোর দ্বারপ্রান্তে আছি।’

আরো পড়ুন:

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দুই’শ-এর বেশি রান টপকাতে গিয়ে মাত্র ৩ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এসে দাপুটে জয়ে সিরিজের সমতা আনে লাল-সবুজের দল। এই জয় বাংলাদেশ কোচকে দিচ্ছে স্বস্তি।

‘শেষ ম্যাচের কথা যদি বলি, আমরা প্রায় নিখুঁত খেলেছি। এটা দেখে ভালো লেগেছে যে ছেলেরা খুব দ্রুত এর আগের ম্যাচ থেকে শিখেছে। বোলাররা প্রথম ম্যাচে যেমন বল করেছে, তার চেয়ে ভালো করেছে পরের ম্যাচে। ব্যাটসম্যানরাও প্রথম ম্যাচে পাওয়ার প্লে’র ভুল শুধরে নিয়েছে পরের ম্যাচে।’

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৫টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের জয় মাত্র ৫টি। এবার আরও একটি জয় নিশ্চিতের পালা।

হাথুরুসিংহে বলেন, ‘আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার। তবে এটাও বলব, শ্রীলঙ্কা খুবই ভালো টি-টোয়েন্টি দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’ 

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়