ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

বিআইপি’র ফেলোশিপ পেলেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ৯ মার্চ ২০২৪  
বিআইপি’র ফেলোশিপ পেলেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ

বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর বোর্ড মেম্বার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বিআইপি’র ফেলো হিসেবে মনোনীত হয়েছেন। নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ হিসেবে তথা পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ফেলোশিপ দেওয়া হয়।

শনিবার (৯ মার্চ) সংগঠনটির ১৬তম বোর্ডের তৃতীয় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিআইপির মেম্বারশিপ  সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি সোহাগের পরিকল্পনা কার্যক্রমে অসামান্য দক্ষতা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে যোগাযোগ, সাংগঠনিক বোঝাপড়া ও নেতৃত্বের গুণাবলি বিবেচনায় নিয়ে তাকে সংগঠনটির ফেলো হিসেবে মনোনয়নের লক্ষ্যে সুপারিশ প্রদান করে।

উল্লেখ্য, বিআইপি’র গঠনতন্ত্র অনুযায়ী ফেলো নির্বাচনে নির্দিষ্ট কিছু গুণাবলি ও দক্ষতা থাকা আবশ্যক। সেগুলোর মধ্যে রয়েছে- বয়স কমপক্ষে ৪০ হওয়া, সংগঠনের সদস্য হিসেবে সক্রিয়ভাবে কাজ করা, দেশি/ বিদেশি জার্নালে/ পত্রিকায় কলাম/ পাব্লিকেশন প্রকাশিত হওয়াসহ পরিকল্পনা সম্পর্কিত প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকা। সংশ্লিষ্ট সকল বিষয়ে সোহাগ নিজ যোগ্যতা ও কার্যক্রমের মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

সম্প্রতি তিনি ইউনাইটেড ন্যাশনস ডেভেলোপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), ইউনাইটেড ন্যাশনস হিউম্যান স্যাটেলমেন্টস প্রোগ্রাম (ইউএন-হ্যাবিটেট), নগর উন্নয়ন অধিদপ্তর (ইউডিডি), পরিকল্পনা কমিশন, ওয়াটার এইড, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ এনভাইরনমেন্ট নেটওয়ার্ক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন বাৎসরিক সেমিনার, কংগ্রেস ও কর্মশালায় দক্ষতার সাথে বিআইপি’র প্রতিনিধিত্ব করে মূল্যবান মতামত প্রদান করেছেন।

পেশাগত জীবনে বর্তমানে আবু নাইম সোহাগ খাঁন ব্রাদার্স কন্সট্রাকশন এর প্রধান নির্বাহী হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। সম্প্রতি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার হিসেবে কিছু কিছু দায়িত্বপালন করছেন।

এছাড়া গত বছরের নভেম্বরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর ১৬তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তিনি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

আবু নাইম সোহাগের বিআইপি’র ফেলোশিপ পাওয়ার বিষয়ে বিআইপি’র সভাপতি আদিল মুহাম্মদ খান বলেন, ‘আমি মনে করি আমাদের বোর্ডের সদস্য আবু নাইম সোহাগ ফেলো হওয়ার মাধ্যমে বিআইপি’র প্রতি তার নিষ্ঠা ও কর্মস্পৃহার স্বীকৃতি পেলো। এই ফেলোশিপ অর্জন বিআইপির প্রতি তার আন্তরিকতাকে অধিকতর বৃদ্ধি করবে এবং একই সঙ্গে বিআইপি’র ক্রমবর্ধমান দায়িত্ব ও কর্তব্যসমূহ সূচারুরূপে সম্পাদনে সোহাগকে সহায়তা করবে। আমি আবু নাইম সোহাগের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

সোহাগের পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ টাউন প্ল্যানার পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম’কে ফেলোশিপ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। নগর ও আঞ্চলিক পরিকল্পনা পেশার অগ্রগতির জন্য এই প্রতিষ্ঠান দেশের পরিকল্পনাবিদদের জাতীয় পেশাদার সংস্থা। প্রতিষ্ঠার পর থেকে, প্রতিষ্ঠানটি তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের শহর ও নগর অঞ্চলের পরিকল্পিত ও সুশৃঙ্খল উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিআইপি দেশের পরিবহন, পরিবেশসহ নগর এবং আঞ্চলিক/গ্রামীণ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে সেমিনার, কর্মশালার আয়োজন করে এবং জার্নাল প্রকাশ করে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সভার ব্যবস্থা করে এবং ভৌত পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে নীতি নির্ধারকদের পরামর্শ দিয়ে থাকে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সদস্যরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে অধ্যয়ন শেষে দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থায় পেশাদারত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়