ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

এবার দুই দলের ওয়ানডের লড়াই

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১০ মার্চ ২০২৪  
এবার দুই দলের ওয়ানডের লড়াই

টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সামনে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। নিজেদের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাটে বাংলাদেশ কেমন করবে সেটাই দেখার।

১৩, ১৫ ও ১৮ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে নাজমুল হোসেন শান্তর দল। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ খেলে আজ দুপুরে দল চট্টগ্রামে পৌঁছেছে। চট্টগ্রামেই হবে ওয়ানডে সিরিজ।

দুই দল ওয়ানডেতে এর আগে ৫৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ১০ ম্যাচে। শ্রীলঙ্কার ৪২ ম্যাচে। সবশেষ মুখোমুখিতে বাংলাদেশ অবশ্য জয় পেয়েছিল। বিশ্বকাপ মঞ্চে দিল্লিতে মুখোমুখি হয়েছিল দুই দল। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপূণ্যে সেই ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ২৭৯ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ ৪১.১ ওভারে ম্যাচ জিতে নেয়। সাকিব বল হাতে ২ উইকেট নেওয়ার পর ৬৫ বলে ৮২ রান করেন। ওই ম্যাচেই টাইমড আউট নিয়ে বিতর্ক উঠেছিল। যেখানে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইমড আউট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। এরপর থেকে দুই দল যখনই মুখোমুখি হয়, তখনই রোমাঞ্চ ছড়ায়। এবার চট্টগ্রামে এমন কিছুই হবে সেই প্রত্যাশা করছে সবাই।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়