ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

কেকেআরে রয়ের বদলে সল্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৪, ১০ মার্চ ২০২৪  
কেকেআরে রয়ের বদলে সল্ট

ব্যক্তিগত কারণ দেখিয়ে জ্যাসন রয় আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাতে কিছুটা বিপাকে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে রয়ের বদলি হিসেবে আজ রোববার (১০ মার্চ) উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিল সল্টকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে অবিক্রিত থাকা সল্টকে ১.৫ কোটি রূপিতে দলে নিয়েছে কেকেআর। এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলে খেলতে আসছেন সল্ট। এর আগে গেল আসরে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। ৯ ম্যাচ খেলে রান করেছিলেন ২১৮টি। স্ট্রাইক রেট ছিল ১৬৩.৯১।

তবে ২০২৩ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার মধ্যে চতুর্থ টি-টোয়েন্টিতে ৪৮ বলে করেছিলেন সেঞ্চুরি। যা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে যৌথভাবে দ্রুততম। সে কারণেই ইংলিশ এই ক্রিকেটারকে দলে টেনেছে কেকেআর।

আরো পড়ুন:

সল্ট ছাড়াও কলকাতার বিদেশি ক্রিকেটারদের তালিকায় আছেন রহমানুল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও মিচেল স্টার্কের মতো তারকারা। আর দেশিদের মধ্যে আছেন নিতিশ রানা, শ্রেয়াস আয়ার, রিংকু সিং, ভেঙ্কটেশ আয়ার ও বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটাররা।

আগামী ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে কলকাতার ২০২৪ আইপিএল মিশন শুরু হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়