ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মেসি-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মায়ামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১৪ মার্চ ২০২৪  
মেসি-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মায়ামি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর ফিরতি লেগে জয় পেয়েছে ইন্টার মায়ামি। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে নাশভিলে এসসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

প্রথম লেগে নাশভিলের মাঠে ২-২ গোলে ড্র হয়েছিল। ফিরতে লেগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মায়ামির মাঠে পাত্তা পায়নি তারা। লিওনেল মেসি শুরুতে একটি গোলে সহায়তা করেন। এরপর নিজে নিজেও একটি গোল করেন। তাদের পাশাপাশি গোল পান রবার্ট টেইলরও। তাতে ৩-১ ব্যবধানের জয়ে শেষ আট নিশ্চিত হয় দ্য হেরন্সদের।

এদিন অষ্টম মিনিটেই লিওনেল মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন সুয়ারেজ। ২৩ মিনিটের মাথায় মেসিও পেয়ে যান গোলের দেখা। তাকে গোলে সহায়তা করেন দিয়েগো গোমেজ। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

আরো পড়ুন:

বিরতির পর ৬৩ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলেন টেইলর। এ সময় ক্রসে সুয়ারেজের বাড়ানো বলে হেড নিয়ে জালে জড়ান তিনি। এই গোলে নাশভিলে ম্যাচ থেকে ছিটকে যায়। অবশ্য যোগ করা সময়ে (৯০+৩) একটি সান্ত্বনাসূচক গোল পায় তারা। এ সময় নাশভিলের স্যাম সুরিজ গোলটি করেন। কিন্তু সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়