ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

শাহাদাত-পারভেজের শতকে প্রাইম ব্যাংকের বড় জয় 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ১৪ মার্চ ২০২৪  
শাহাদাত-পারভেজের শতকে প্রাইম ব্যাংকের বড় জয় 

শাহাদাত হোসেন দিপু ও পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ভর করে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। রান পাহাড়ে চাপা পড়ে প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন ১৬৫ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে। 

বৃহস্পতিবার বিকেএসপিতে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৪ উইকেটে ৩৮০ রানের বিশাল পুঁজি পেয়েছে। তাড়া করতে নেমে ২১৫ রানে থামে ব্রাদার্সের ইনিংস। বিলম্বের কারণে এই ম্যাচে খেলা হয় ১ ওভার কমে, ৪৯ ওভারে। 

বিকেএসপিতে প্রথমে শাহাদাত এবং পরে পারভেজ তুলে নেন সেঞ্চুরি। শাহাদাতের ইনিংসটি ১১৯ রানে থেমে গেলেও পারভেজ দেড়’শ-র ঘরে পৌঁছান। আবু জায়ে রাহীর বলে আউট হওয়ার আগে পারভেজ ১২৯ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১৫১ রান করেন। শাহাদাতের ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৪ ছক্কায়।

তামিম তিনে নেমে বেশি একটা সুবিধা করতে পারেননি। ১৫ বলে ১৬ রান করে থামতে হয় তাকে। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ক্যামিও ইনিংস খেলেন শেখ মাহেদী। ১৭ বলে ৪৫ রান করেন ৪ চার ও ৩ ছক্কায়। ব্রাদার্সের হয়ে ৭০ রান দিয়ে ৩ উইকেট নেন আবু জায়েদ রাহী। 

তাড়া করতে নেমে ব্রাদার্সের কোনো ব্যাটারই ক্রিজে থিতু হয়ে লম্বা ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৫৬ রান আসে আব্দুল মজিদের ব্যাট থেকে। এ ছাড়া রহমতুল্লাহ আলী ৩৭ ও ইমতিয়াজ হোসেন ৩১ রান করে সাজঘরে ফেরেন। শাকিল হোসেন ২৩ ও সালাউদ্দিন শাকিল ১৪ রানে অপরাজিত থেকে হারের ব্যবধানই কমিয়েছেন শুধু।

প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নেন নাজমুল ইসলাম অপু ও সানজামুল ইসলাম। 

ঢাকা/রিয়াদ/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়